ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গতকাল বুধবার করোনার সংক্রমণ ইউরোপের কিছু অংশে রেকর্ড ভেঙেছে। মহাদেশটি আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠছে। এর ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ আরও সম্প্রসারিত করার জন্য পরামর্শ দিচ্ছে।
প্রতিদিন স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরিতে করোনা সংক্রমণের হার বাড়ছে। এ ছাড়া ইউরোপে শীত বাড়ছে এবং সামনে বড়দিনের কারণে মানুষ বাড়ির ভেতরে জড়ো হচ্ছে। এর ফলে করোনা ছড়ানোর একটি উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। এতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাচ্ছে।
গতকাল বুধবার স্লোভাকিয়ায় সর্বোচ্চ দৈনিক করোনা শনাক্ত হওয়ায় সরকার দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এবং ইউরোপিয়ান ইউনিয়ন পাবলিক হেলথ এজেন্সি, শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু তারা এখন ৪০ বছরের বেশি বয়সীদের জন্য অগ্রাধিকারসহ, সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে।
গতকাল বুধবার ইসিডিসি বলেছে, ইসরাইল এবং যুক্তরাজ্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, স্বল্প মেয়াদে সব বয়সীদের একটি বুস্টার ডোজ দেওয়ার ফলে সংক্রমণ এবং ঝুঁকি কমবে।
ইসিডিসির প্রধান আন্দ্রেয়া অ্যামন বলেছেন, বুস্টার ডোজের ফলে সংক্রমণের হার কমবে। এ ছাড়া এটি অতিরিক্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমাবে।
উল্লেখ্য, এরই মধ্যে ইউরোপের কয়েকটি দেশ বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। সুইডেন ধীরে ধীরে সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ চালু করবে বলে জানিয়েছে সে দেশে স্বাস্থ্য কর্মকর্তারা। বর্তমানে বুস্টার ডোজ ৬৫ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হয়েছে। এটি সব বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
গত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
৩ মিনিট আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
১৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১৩ ঘণ্টা আগে