রাষ্ট্রীয় সফরে বর্তমানে পূর্ব ইউরোপের দেশ মালদোভায় অবস্থান করছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান-ডার বেলেন। সেখানেই ঘটল বিপত্তি। গতকাল বৃহস্পতিবার ভ্যান-ডার বেলেনের হাতে কামড় দিয়ে বসেছে একটি কুকুর।
আজ শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ান প্রেসিডেন্টকে কামড় দেওয়া কুকুরটি মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর পোষা। রাজধানী কিশিনেভে অবস্থিত মালদোভার প্রেসিডেন্টের বাসভবনেই অপ্রীতিকর ওই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ঘটনার সময় নিজের বাসভবনের উঠোনে অস্ট্রিয়ান প্রেসিডেন্টকে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন মালদোভার প্রেসিডেন্ট। এ সময় কাছাকাছি থাকা কুকুরটিকে আদর করতে গেলে ভ্যান-ডার বেলেনের হাতে কামড় দিয়ে বসে এটি।
অপ্রীতিকর এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু। তিনি জানান, তাঁর পোষা কুকুরটির নাম কোড্রাট; যার অর্থ-ছোট বন। আশপাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে কুকুরটি ভীত হয়ে পড়েছিল বলেও তিনি জানান।
ঘটনার পর ভ্যান ডার বেলেনের পরবর্তী বৈঠক ছিল মালদোভার সংসদের স্পিকারের সঙ্গে। সেই বৈঠকে হাতে ব্যান্ডেজ নিয়ে হাজির হন তিনি।
আজ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ভ্যান-ডার বেলেন কুকুরটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন যে, আমি একজন বড় কুকুরপ্রেমী এবং তার উত্তেজনা বুঝতে পারি।’
সফরের শেষ দিনে কুকুরটিকে একটি ছোট খেলনা দিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রিয়ান প্রধানমন্ত্রী।
মালদোভার প্রেসিডেন্ট সান্দু জানিয়েছেন, একটি দুর্ঘটনা থেকে উদ্ধারের পর ওই কুকুরটিকে তিনি দত্তক নিয়েছিলেন।
রাষ্ট্রীয় সফরে বর্তমানে পূর্ব ইউরোপের দেশ মালদোভায় অবস্থান করছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান-ডার বেলেন। সেখানেই ঘটল বিপত্তি। গতকাল বৃহস্পতিবার ভ্যান-ডার বেলেনের হাতে কামড় দিয়ে বসেছে একটি কুকুর।
আজ শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়ান প্রেসিডেন্টকে কামড় দেওয়া কুকুরটি মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর পোষা। রাজধানী কিশিনেভে অবস্থিত মালদোভার প্রেসিডেন্টের বাসভবনেই অপ্রীতিকর ওই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ঘটনার সময় নিজের বাসভবনের উঠোনে অস্ট্রিয়ান প্রেসিডেন্টকে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন মালদোভার প্রেসিডেন্ট। এ সময় কাছাকাছি থাকা কুকুরটিকে আদর করতে গেলে ভ্যান-ডার বেলেনের হাতে কামড় দিয়ে বসে এটি।
অপ্রীতিকর এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু। তিনি জানান, তাঁর পোষা কুকুরটির নাম কোড্রাট; যার অর্থ-ছোট বন। আশপাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে কুকুরটি ভীত হয়ে পড়েছিল বলেও তিনি জানান।
ঘটনার পর ভ্যান ডার বেলেনের পরবর্তী বৈঠক ছিল মালদোভার সংসদের স্পিকারের সঙ্গে। সেই বৈঠকে হাতে ব্যান্ডেজ নিয়ে হাজির হন তিনি।
আজ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ভ্যান-ডার বেলেন কুকুরটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন যে, আমি একজন বড় কুকুরপ্রেমী এবং তার উত্তেজনা বুঝতে পারি।’
সফরের শেষ দিনে কুকুরটিকে একটি ছোট খেলনা দিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রিয়ান প্রধানমন্ত্রী।
মালদোভার প্রেসিডেন্ট সান্দু জানিয়েছেন, একটি দুর্ঘটনা থেকে উদ্ধারের পর ওই কুকুরটিকে তিনি দত্তক নিয়েছিলেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে