Ajker Patrika

খেরসনে রুশ হামলায় নিহত কমপক্ষে ১০, আহত ৫৮ 

খেরসনে রুশ হামলায় নিহত কমপক্ষে ১০, আহত ৫৮ 

ইউক্রেনের খেরসনে রুশ হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

খেরসনে রুশ হামলার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো এই ছবিগুলোকে ‘সেনসিটিভ কনটেন্ট’ হিসেবে বিবেচনা করা হবে কিন্তু এগুলো মোটেই ‘সেনসিটিভ কনটেন্ট’ নয়, এগুলোই ইউক্রেনীয়দের আসল জীবন।’ 

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ‘খেরসনে রুশ হামলা প্রমাণ করেছে আত্মরক্ষার জন্য কিয়েভের আরও অস্ত্রশস্ত্র দরকার।’ 

উল্লেখ্য, সম্প্রতিই যুক্তরাষ্ট্রে সফর করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র অকুণ্ঠ সমর্থন দেওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি মস্কোর বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞার আহ্বান জানান। এ ছাড়া মার্কিন সরকারের কাছে তিনি আরও সহায়তা প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ‘ইউক্রেন কখনোই আত্মসমর্পণ করবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত