Ajker Patrika

৯ রুশ সেনার বিনিময়ে মুক্তি পেলেন মেলিতোপোলের মেয়র

আপডেট : ১৭ মার্চ ২০২২, ২২: ০৬
৯ রুশ সেনার বিনিময়ে মুক্তি পেলেন মেলিতোপোলের মেয়র

ইউক্রেন গত সপ্তাহে আটক মেলিতোপোল শহরের মেয়রের মুক্তির জন্য আটক ৯ জন রুশ সেনাকে হস্তান্তর করেছে। একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রেস সহযোগী দারিয়া জারিভনায়াকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেয়র ইভান ফেডোরদকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে রাশিয়া। বিনিময়ে তারা ২০০২ ও ২০০৩ সালে জন্ম নেওয়া ৯ জন রুশ বন্দী সৈন্য ফেরত পেয়েছে। এই সৈন্যরা আসলে শিশু।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় বলেছিল, মেয়র ইভান ফেডোরভকে মুক্তি দেওয়া হয়েছে। এর বেশি জানায়নি প্রেসিডেন্টের কার্যালয়।

মেলিতোপোল শহরের মেয়র ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করে নিয়ে গেছে বলে গত শুক্রবার জানিয়েছিল ইউক্রেন।

এদিকে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্র গতকাল জানিয়েছে, পুতিনের পরাজয় নিশ্চিত করতে তারা আরও অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত