Ajker Patrika

‘আমাদের শেষ সৈন্য বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব’

‘আমাদের শেষ সৈন্য বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব’

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের মেয়রের উপদেষ্টা পিয়োত্র আন্দ্রুশেঙ্কো বলেছেন, ‘মস্কোর মানবিক প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। আমরা আমাদের শহরকে রক্ষা করা থেকে পিছপা হব না। আমাদের শেষ সৈন্য বেঁচে থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তিনি এসব কথা বলেছেন। 

পিয়োত্র আন্দ্রুশেঙ্কো কয়েক দিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে রুশ বাহিনী জোর করে মারিউপোলের কিছু বাসিন্দাকে রাশিয়ায় উঠিয়ে নিয়ে গেছে। তবে তিনি কিংবা মারিউপোলের অন্যান্য কর্মকর্তারা এ অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেননি। 

তিনি বলেন, ‘যখন তারা (রুশ বাহিনী) মানবিক করিডরের কথা বলে, তখন তারা কী করে আসলে? তারা আমাদের জনগণকে রাশিয়ায় যেতে বাধ্য করে।’ তবে বিবিসি তাঁর এ অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি। 

এদিকে গতকাল রোববার মারিউপোলের কর্তৃপক্ষকে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। আজ সোমবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না। আমরা ইতিমধ্যেই রাশিয়াকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।’ স্থানীয় গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মারিউপোলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। অনেকবার ভারী বোমা হামলা করা হয়েছে এই শহরে। প্রায় চার লাখ বাসিন্দার এই শহরে অনেক মানুষ আটকা পড়ে আছে। খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত