ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি ভিডিও বক্তৃতায় বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তাঁর সঙ্গেই আলোচনা করতে চাই।’
একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাঁকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’
রুশ সেনাদের দখলে থাকা এলাকায় গণহত্যার আবিষ্কার, বিশেষ করে কিয়েভের বাইরে যে গণহত্যার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দুই দেশ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু যুদ্ধ বন্ধে কেউই সম্মত হতে পারেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি ইউক্রেনের একটি টেলিভিশনকে বলেন, ‘কূটনৈতিক আলোচনা ছাড়া এই যুদ্ধ থামানো অসম্ভব।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলমান যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি ভিডিও বক্তৃতায় বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তাঁর সঙ্গেই আলোচনা করতে চাই।’
একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাঁকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’
রুশ সেনাদের দখলে থাকা এলাকায় গণহত্যার আবিষ্কার, বিশেষ করে কিয়েভের বাইরে যে গণহত্যার নিদর্শন আবিষ্কৃত হয়েছে, তা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে দুই দেশ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু যুদ্ধ বন্ধে কেউই সম্মত হতে পারেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। গত সপ্তাহে জেলেনস্কি ইউক্রেনের একটি টেলিভিশনকে বলেন, ‘কূটনৈতিক আলোচনা ছাড়া এই যুদ্ধ থামানো অসম্ভব।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
ভারতে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে যৌতুক সংক্রান্ত কারণে প্রায় ৩৬ হাজার নারীর মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর জরিপে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত যৌতুক সংক্রান্ত নির্যাতনে মোট ৩৫ হাজার ৪৯৩ জন নারী নিহত হয়েছেন।
১১ মিনিট আগেভারতের মহারাষ্ট্রের ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। গতকাল বুধবার স্থানীয় সময় গভীর রাতে ভেঙে পড়ে ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের চারতলা ভবনটি। টানা দ্বিতীয় দিনের মতো সেখানে অব্যাহত রয়েছে উদ্ধারকাজ। কর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে একসঙ্গে কাজ করছে ভারতের জাতীয় বিপর
১ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার, স্থানীয় সময় ভোরে রাজধানীর প্রাণকেন্দ্রে চালানো এ হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হচ্ছে। বন্যার ভয়াবহতায় পাঞ্জাব প্রদেশের প্রায় দুই লাখ বাসিন্দাকে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, রবি, শতলেজ ও চেনাব নদীর পানি উপচে আর
২ ঘণ্টা আগে