অবশেষে রাশিয়ার দাবি সত্য প্রমাণিত হলো। মস্কো গত কয়েক মাস ধরে দাবি করে আসছিল, কেবল ইউক্রেনীয় বাহিনী নয়, ন্যাটোর বিরুদ্ধেও লড়তে হচ্ছে রুশ বাহিনীকে। সেই দাবি এবার সত্য প্রমাণ করল সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন নথি। নথিগুলো ইঙ্গিত করছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশের বিশেষ সামরিক বাহিনী ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে কাজ করছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ফাঁস হওয়া নথিগুলোর কয়েকটি ‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত করা রয়েছে। এসব নথির মধ্যে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এমনকি আগামী বসন্তে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রস্তুতির সংবেদনশীল বিস্তারিত তথ্য রয়েছে এতে।
গত ২৩ মার্চের নথি অনুসারে, ইউক্রেনে পশ্চিমা বিশেষ সামরিক বাহিনীর ৫০ সদস্যের বড় একটি দল রয়েছে যুক্তরাজ্যের। এ ছাড়া ন্যাটো সদস্য রাষ্ট্র লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের একজন সদস্য রয়েছেন। তবে পশ্চিমা বিশেষ বাহিনীর সদস্যরা ইউক্রেনের কোথায় এবং কী কাজ করছেন তা উল্লেখ নেই নথিতে।
ইউক্রেনের ভেতরে পশ্চিমা বাহিনীর সদস্যসংখ্যা কম হতে পারে, তবে তা নিঃসন্দেহে ওঠানামা করছে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া বিশেষ বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলেই মস্কোর দাবি।
এদিকে ইউক্রেনে বিশেষ বাহিনী পাঠানোর তথ্য ফাঁস হওয়ার বিষয়ে তেমন কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এক টুইটে তারা বলেছে, ‘ফাঁস হওয়া গোপন নথিতে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। ভুল তথ্য ছড়ানো এবং কথিত অভিযোগগুলো গ্রহণ করার বিষয়ে পাঠকদের সতর্ক হওয়া উচিত।’
তবে পেন্টাগনের কর্মকর্তারা এই নথিগুলো আসল বলে জানিয়েছেন। নথি ফাঁস নিয়ে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নথিগুলো কীভাবে এবং কোন উৎস থেকে ফাঁস হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
অবশেষে রাশিয়ার দাবি সত্য প্রমাণিত হলো। মস্কো গত কয়েক মাস ধরে দাবি করে আসছিল, কেবল ইউক্রেনীয় বাহিনী নয়, ন্যাটোর বিরুদ্ধেও লড়তে হচ্ছে রুশ বাহিনীকে। সেই দাবি এবার সত্য প্রমাণ করল সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোপন নথি। নথিগুলো ইঙ্গিত করছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ন্যাটো সদস্য দেশের বিশেষ সামরিক বাহিনী ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে কাজ করছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ফাঁস হওয়া নথিগুলোর কয়েকটি ‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত করা রয়েছে। এসব নথির মধ্যে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এমনকি আগামী বসন্তে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রস্তুতির সংবেদনশীল বিস্তারিত তথ্য রয়েছে এতে।
গত ২৩ মার্চের নথি অনুসারে, ইউক্রেনে পশ্চিমা বিশেষ সামরিক বাহিনীর ৫০ সদস্যের বড় একটি দল রয়েছে যুক্তরাজ্যের। এ ছাড়া ন্যাটো সদস্য রাষ্ট্র লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের একজন সদস্য রয়েছেন। তবে পশ্চিমা বিশেষ বাহিনীর সদস্যরা ইউক্রেনের কোথায় এবং কী কাজ করছেন তা উল্লেখ নেই নথিতে।
ইউক্রেনের ভেতরে পশ্চিমা বাহিনীর সদস্যসংখ্যা কম হতে পারে, তবে তা নিঃসন্দেহে ওঠানামা করছে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া বিশেষ বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলেই মস্কোর দাবি।
এদিকে ইউক্রেনে বিশেষ বাহিনী পাঠানোর তথ্য ফাঁস হওয়ার বিষয়ে তেমন কোনো মন্তব্য করেনি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এক টুইটে তারা বলেছে, ‘ফাঁস হওয়া গোপন নথিতে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। ভুল তথ্য ছড়ানো এবং কথিত অভিযোগগুলো গ্রহণ করার বিষয়ে পাঠকদের সতর্ক হওয়া উচিত।’
তবে পেন্টাগনের কর্মকর্তারা এই নথিগুলো আসল বলে জানিয়েছেন। নথি ফাঁস নিয়ে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। নথিগুলো কীভাবে এবং কোন উৎস থেকে ফাঁস হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে