Ajker Patrika

এক মাসের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন, দাবি ন্যাটোর

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১: ৫৬
এক মাসের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন, দাবি ন্যাটোর

এক মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়ার সেনাবাহিনী। এই যুদ্ধে এ পর্যন্ত ৭ হাজার থেকে ১৫ হাজার সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বুধবার বার্তা সংস্থা এপির কাছে তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, এক মাসের এই যুদ্ধে প্রায় ৩০ থেকে ৪০ হাজার রুশ সেনা আহত হয়েছেন। 

প্রসঙ্গত, আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সৈন্য নিহত হয়েছিলেন। 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের কত সৈন্য নিহত হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘যুদ্ধে ১ জারা ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন।’ 

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের নির্দেশের পরপরই স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনারা। আজ ২৪ মার্চ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক মাসে গড়াল। বেশ কয়েকবার দুই দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসলেও কার্যত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত