আজকের পত্রিকা ডেস্ক
পোল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রার্থী রাফাল ত্রাসকোভস্কিকে খুব কম ব্যবধানে হারিয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল ক্যারল নাভরোস্কি। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ৫০.৮৯ শতাংশ ভোট পেয়েছেন নাভরোস্কি। পরাজিত ত্রাসকোভস্কি পেয়েছেন ৮৯.১১ শতাংশ ভোট।
এই জয়ের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে চলেছেন নাভরোস্কি। পোল্যান্ডে প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক ও সীমিত ক্ষমতার অধিকারী। তবে পরবর্তী পাঁচ বছরে নাভরোস্কির ভূমিকা অনেক গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার বিবিসি জানিয়েছে, নাভরোস্কির বিজয়ে উদ্দীপ্ত হয়েছে রক্ষণশীল আইন ও ন্যায়বিচার দল (পিস)। ১৮ মাস আগে এই দলটি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ইউরোপপন্থী জোটের কাছে ক্ষমতা হারিয়েছিল। এ অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে নাভরোস্কির জয়কে তারা ক্ষমতায় ফেরার প্রথম ধাপ হিসেবে দেখছে।
পোল্যান্ডের সংবিধানে প্রেসিডেন্ট বিদেশনীতি ও প্রতিরক্ষা বিষয়ে কিছুটা সীমিত ক্ষমতা রাখলেও, আইন প্রস্তাব ও ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এ ছাড়া ডোনাল্ড টাস্কের সরকার সংসদে প্রেসিডেন্টের ভেটোকে অতিক্রম করার মতো সংখ্যাগরিষ্ঠতা রাখে না। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাও এর আগে ভেটো ক্ষমতা ব্যবহার করে সরকারের অনেক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আটকে দিয়েছেন।
এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অধিকার, সমলিঙ্গ দম্পতিসহ সিভিল পার্টনারশিপ বৈধ করা, অনশোর উইন্ড ফার্ম বাড়ানো এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা।
৪২ বছর বয়সী ইতিহাসবিদ নাভরোস্কি আগের প্রেসিডেন্ট দুদার চেয়েও কঠোর প্রতিপক্ষ হবেন বলে মনে করা হচ্ছে। ফলে দেশটির রাজনৈতিক অচলাবস্থা বাড়তে পারে, এমনকি সময়ের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।
বর্তমানে পোল্যান্ডে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের জোট সরকারে রয়েছে মধ্যপন্থী, রক্ষণশীল ও বামপন্থী দল। যদি দলগুলোর মধ্যে ভাঙন না দেখা দেয়, তাহলে ২০২৭ সালের শরৎকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তারা।
নাভরোস্কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা জলবায়ু চুক্তি মেনে নেওয়ার বিরোধিতা করেন। তাঁর মতে, এর ফলে পোল্যান্ডের ছোট কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি অবৈধ অভিবাসন, সমলিঙ্গ সম্পর্কের বৈধতা এবং গর্ভপাতের আইনি সম্প্রসারণের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক নাভরোস্কি ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার পক্ষে হলেও ইউক্রেনের ন্যাটো বা ইইউতে যোগদানের বিপক্ষে। নির্বাচনের আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোএম তাঁকে ‘শক্তিশালী’ নেতা আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছিলেন।
নির্বাচনের ফল ছিল খুবই হাড্ডাহাড্ডি। ঠিক যেমন ছিল পাঁচ বছর আগে দুদা বনাম লিবারেল মেয়র রাফাল ত্রাসকোভস্কির মধ্যে।
পোল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নপন্থী প্রার্থী রাফাল ত্রাসকোভস্কিকে খুব কম ব্যবধানে হারিয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল ক্যারল নাভরোস্কি। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ৫০.৮৯ শতাংশ ভোট পেয়েছেন নাভরোস্কি। পরাজিত ত্রাসকোভস্কি পেয়েছেন ৮৯.১১ শতাংশ ভোট।
এই জয়ের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে শক্ত প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে চলেছেন নাভরোস্কি। পোল্যান্ডে প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক ও সীমিত ক্ষমতার অধিকারী। তবে পরবর্তী পাঁচ বছরে নাভরোস্কির ভূমিকা অনেক গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার বিবিসি জানিয়েছে, নাভরোস্কির বিজয়ে উদ্দীপ্ত হয়েছে রক্ষণশীল আইন ও ন্যায়বিচার দল (পিস)। ১৮ মাস আগে এই দলটি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ইউরোপপন্থী জোটের কাছে ক্ষমতা হারিয়েছিল। এ অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে নাভরোস্কির জয়কে তারা ক্ষমতায় ফেরার প্রথম ধাপ হিসেবে দেখছে।
পোল্যান্ডের সংবিধানে প্রেসিডেন্ট বিদেশনীতি ও প্রতিরক্ষা বিষয়ে কিছুটা সীমিত ক্ষমতা রাখলেও, আইন প্রস্তাব ও ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এ ছাড়া ডোনাল্ড টাস্কের সরকার সংসদে প্রেসিডেন্টের ভেটোকে অতিক্রম করার মতো সংখ্যাগরিষ্ঠতা রাখে না। বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাও এর আগে ভেটো ক্ষমতা ব্যবহার করে সরকারের অনেক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আটকে দিয়েছেন।
এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ১২ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অধিকার, সমলিঙ্গ দম্পতিসহ সিভিল পার্টনারশিপ বৈধ করা, অনশোর উইন্ড ফার্ম বাড়ানো এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা।
৪২ বছর বয়সী ইতিহাসবিদ নাভরোস্কি আগের প্রেসিডেন্ট দুদার চেয়েও কঠোর প্রতিপক্ষ হবেন বলে মনে করা হচ্ছে। ফলে দেশটির রাজনৈতিক অচলাবস্থা বাড়তে পারে, এমনকি সময়ের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।
বর্তমানে পোল্যান্ডে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের জোট সরকারে রয়েছে মধ্যপন্থী, রক্ষণশীল ও বামপন্থী দল। যদি দলগুলোর মধ্যে ভাঙন না দেখা দেয়, তাহলে ২০২৭ সালের শরৎকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তারা।
নাভরোস্কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বা জলবায়ু চুক্তি মেনে নেওয়ার বিরোধিতা করেন। তাঁর মতে, এর ফলে পোল্যান্ডের ছোট কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি অবৈধ অভিবাসন, সমলিঙ্গ সম্পর্কের বৈধতা এবং গর্ভপাতের আইনি সম্প্রসারণের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক নাভরোস্কি ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার পক্ষে হলেও ইউক্রেনের ন্যাটো বা ইইউতে যোগদানের বিপক্ষে। নির্বাচনের আগে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোএম তাঁকে ‘শক্তিশালী’ নেতা আখ্যা দিয়ে সমর্থন জানিয়েছিলেন।
নির্বাচনের ফল ছিল খুবই হাড্ডাহাড্ডি। ঠিক যেমন ছিল পাঁচ বছর আগে দুদা বনাম লিবারেল মেয়র রাফাল ত্রাসকোভস্কির মধ্যে।
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
১ ঘণ্টা আগেআফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এটি মূলত কারিগরি ত্রুটি ছিল। অন্য কোনো সমস্যা নয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
১ ঘণ্টা আগেমাদাগাস্কারে সেনাবাহিনীর একটি বিদ্রোহী ইউনিট ঘোষণা করেছে, তারা দেশের সব সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করছে। এর আগে গতকাল শনিবার সেনাবাহিনীর প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্যাপসাট (CAPSAT) ইউনিট...
১ ঘণ্টা আগেলেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
২ ঘণ্টা আগে