Ajker Patrika

বাখমুতের পরিস্থিতি স্থিতিশীল, বললেন ইউক্রেনের কমান্ডার

বাখমুতের পরিস্থিতি স্থিতিশীল, বললেন ইউক্রেনের কমান্ডার

ইউক্রেনের বাখমুত শহর দখল করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনীও শহরটির দখল না ছাড়তে মরিয়া হয়ে লড়াই করছে। এখন শহরটির যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন-চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেছেন, ‘ইউক্রেনের সেনাদের সাহসী লড়াই রুশ বাহিনীকে থমকে দিয়েছে।’ 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাখমুতে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে এ মাসের শুরুর দিকে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলেছিলেন। তবে মস্কো এখনো শহরটি দখল করার ব্যাপারে আশাবাদী। 

বিশ্লেষকেরা বলছেন, বাখমুত শহরের কৌশলগত মূল্য খুব বেশি নেই। তারপরও রুশ বাহিনী শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। 

এক ফেসবুক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেছেন, ইউক্রেন বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে। 

বিবিসি বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জালুঝনি এ পোস্ট করেন। 

আজ শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুতে রুশ আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা সম্ভবত তাদের লক্ষ্যমুখ বাখমুতের দক্ষিণ ও উত্তরের দিকে সরিয়ে নিয়েছে। 

এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছিলেন, রাশিয়ার সৈন্যরা বাখমুতের কাছে ক্লান্ত হয়ে পড়েছে। তবে তারা এখনো আশা ছাড়েনি। 

সম্প্রতি বাখমুত পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি শেষবারের মতো সেখানে গিয়েছিলেন। 

এদিকে বাখমুতে নিজেদের খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার গ্রুপ ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উত্তেজনার কারণে বাখমুতে রুশ বাহিনী খারাপ পরিস্থিতিতে পড়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত