ইউক্রেনের বাখমুত শহর দখল করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনীও শহরটির দখল না ছাড়তে মরিয়া হয়ে লড়াই করছে। এখন শহরটির যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন-চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেছেন, ‘ইউক্রেনের সেনাদের সাহসী লড়াই রুশ বাহিনীকে থমকে দিয়েছে।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাখমুতে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে এ মাসের শুরুর দিকে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলেছিলেন। তবে মস্কো এখনো শহরটি দখল করার ব্যাপারে আশাবাদী।
বিশ্লেষকেরা বলছেন, বাখমুত শহরের কৌশলগত মূল্য খুব বেশি নেই। তারপরও রুশ বাহিনী শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এক ফেসবুক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেছেন, ইউক্রেন বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
বিবিসি বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জালুঝনি এ পোস্ট করেন।
আজ শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুতে রুশ আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা সম্ভবত তাদের লক্ষ্যমুখ বাখমুতের দক্ষিণ ও উত্তরের দিকে সরিয়ে নিয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছিলেন, রাশিয়ার সৈন্যরা বাখমুতের কাছে ক্লান্ত হয়ে পড়েছে। তবে তারা এখনো আশা ছাড়েনি।
সম্প্রতি বাখমুত পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি শেষবারের মতো সেখানে গিয়েছিলেন।
এদিকে বাখমুতে নিজেদের খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার গ্রুপ ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উত্তেজনার কারণে বাখমুতে রুশ বাহিনী খারাপ পরিস্থিতিতে পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছেন।
ইউক্রেনের বাখমুত শহর দখল করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনের বাহিনীও শহরটির দখল না ছাড়তে মরিয়া হয়ে লড়াই করছে। এখন শহরটির যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছেন ইউক্রেনের কমান্ডার ইন-চিফ ভ্যালেরি জালুঝনি। তিনি বলেছেন, ‘ইউক্রেনের সেনাদের সাহসী লড়াই রুশ বাহিনীকে থমকে দিয়েছে।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাখমুতে এ পর্যন্ত ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে এ মাসের শুরুর দিকে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা বলেছিলেন। তবে মস্কো এখনো শহরটি দখল করার ব্যাপারে আশাবাদী।
বিশ্লেষকেরা বলছেন, বাখমুত শহরের কৌশলগত মূল্য খুব বেশি নেই। তারপরও রুশ বাহিনী শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়।
এক ফেসবুক পোস্টে লেফটেন্যান্ট জেনারেল জালুঝনি বলেছেন, ইউক্রেন বাহিনীর প্রবল প্রচেষ্টার কারণে বাখমুতের যুদ্ধ পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
বিবিসি বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের চিফ অফ ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাদাকিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর জালুঝনি এ পোস্ট করেন।
আজ শনিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বাখমুতে রুশ আক্রমণ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তারা সম্ভবত তাদের লক্ষ্যমুখ বাখমুতের দক্ষিণ ও উত্তরের দিকে সরিয়ে নিয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেছিলেন, রাশিয়ার সৈন্যরা বাখমুতের কাছে ক্লান্ত হয়ে পড়েছে। তবে তারা এখনো আশা ছাড়েনি।
সম্প্রতি বাখমুত পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি শেষবারের মতো সেখানে গিয়েছিলেন।
এদিকে বাখমুতে নিজেদের খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার গ্রুপ ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে উত্তেজনার কারণে বাখমুতে রুশ বাহিনী খারাপ পরিস্থিতিতে পড়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে বাখমুতে প্রায় ৭০ হাজার মানুষ বাস করত। এখন সেখানে মাত্র কয়েক হাজার মানুষ রয়েছেন।
পাকিস্তানজুড়ে নয়টি স্থাপনায় হামলার অল্প কিছুক্ষণ পরই ভারত ঘোষণা করে, ‘ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।’ এপ্রিলের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটকদের ব্যাপক প্রাণহানির পর দেশটি পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের পথ বেছে নেয়।
২০ মিনিট আগেফিলিস্তিনের গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালের স্মতরিচ। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগণের ‘বিশাল একটি অংশকে তৃতীয় কোনো দেশে’ চলে যেতে বাধ্য করা হবে। ইসরায়েল গাজায় জাতিগত নির্মূলীকরণের প্রচেষ্টা চালাচ্ছে এমন আশঙ্কার মধ্যেই তিনি
৪০ মিনিট আগেপাকিস্তানের সশস্ত্রবাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছিল, সে সময় দেশটির কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে, পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেনি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ...
১ ঘণ্টা আগেদুই সপ্তাহ ধরে উপমহাদেশ তো বটেই, পুরো বিশ্বেরই নজর ছিল ভারত-পাকিস্তানের ওপর। কাশ্মীর হত্যাকাণ্ডের পর পাকিস্তানবিরোধী নানা পদক্ষেপ তো নিয়েছেই ভারত, চলমান উত্তেজনার মধ্যেই আরও ২৬টি রাফাল কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে মোদী সরকার।
২ ঘণ্টা আগে