রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নবম দিনে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এই বিদ্যুৎকেন্দ্র ইউরোপের সবচেয়ে বড়। ইউক্রেনের এনারহোদর শহরের মেয়র দিমিত্র অরলভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
মেয়র দিমিত্র অরলভ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’ দমকলকর্মীরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নেভাতে পারছেন না বলেও জানান তিনি।
অন্য এক ভিডিওতে তিনি বলেন, দয়া করে থামুন। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাগুলি বন্ধ করুন।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লিখেছে, রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চতুর্দিক থেকে গুলি চালাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলছে।
দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তা বলয় স্থাপন করতে হবে।
তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ বলেছে, তেজস্ক্রিয় বিকিরণের মাত্রায় কোনো পরিবর্তন হয়নি। আইএইএ এক টুইট বার্তায় জানিয়েছে, আইএইএর মহাপরিচালক রাফায়েল এমগ্রোসি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগালের সঙ্গে কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
আল জাজিরার অপর এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নবম দিনে রুশ সেনাদের হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এই বিদ্যুৎকেন্দ্র ইউরোপের সবচেয়ে বড়। ইউক্রেনের এনারহোদর শহরের মেয়র দিমিত্র অরলভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।
মেয়র দিমিত্র অরলভ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’ দমকলকর্মীরা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নেভাতে পারছেন না বলেও জানান তিনি।
অন্য এক ভিডিওতে তিনি বলেন, দয়া করে থামুন। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাগুলি বন্ধ করুন।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লিখেছে, রুশ সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চতুর্দিক থেকে গুলি চালাচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলছে।
দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি যদি বিস্ফোরিত হয়, তবে এটি চেরনোবিলের চেয়ে দশ গুণ বড় আকারের বিস্ফোরণ হবে।’ তিনি অপর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে ৩৬ বছর আগে বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু সেখান থেকে এখনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তা বলয় স্থাপন করতে হবে।
তবে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ বলেছে, তেজস্ক্রিয় বিকিরণের মাত্রায় কোনো পরিবর্তন হয়নি। আইএইএ এক টুইট বার্তায় জানিয়েছে, আইএইএর মহাপরিচালক রাফায়েল এমগ্রোসি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগালের সঙ্গে কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
আল জাজিরার অপর এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৯ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
১১ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১২ ঘণ্টা আগে