Ajker Patrika

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ইইউ

অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ইইউ

চাহিদামতো সরবরাহ দিতে ব্যর্থতা হওয়ায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রস্তুতকারক অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউর নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশন বলেছে যে এই ভ্যাকসিন সরবরাহের চুক্তিকে সম্মান না করা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার জন্য 'নির্ভরযোগ্য' পরিকল্পনা করতে না পারার ব্যর্থতায় অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে তারা মামলা করেছেন।

তবে এর প্রতিক্রিয়ায় আস্ট্রাজেনেকা বলেছে, এই পদক্ষেপটির কোনো মানে হয় না। এটির মেরিট নেই। আদালতেই এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ–সুইডিশ ওষুধ প্রস্তুতকারক কোম্পানিটি।

করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নিয়ে ইইউ এবং অ্যাস্ট্রাজেনেকার মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এবার বিষয়টি রীতিমতো আইনি পদক্ষেপে গড়াল।

সরবরাহ সঙ্কটের কারণে ইইউয়ের টিকাদান কর্মসূচি বারবার হোঁচট খাচ্ছে। আঞ্চলিক জোটের কেউ কেউ অভিযোগ করছে, অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাজ্যের সঙ্গে অগ্রাধিকারমূলক আচরণ করছে। যদিও অ্যাস্ট্রাজেনেকা বরাবর এ অভিযোগ অস্বীকার করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত