কয়েক সপ্তাহ আগে ঈদুল আজহার দিনটিতে সুইডেনে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো হয়। এ ঘটনার জের ধরে এবং ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সমালোচনা করে দেশে দেশে নিন্দা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ গতকাল শুক্রবার সুইডেনের পুলিশ বাহিনীর কাছে গিয়ে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ এবং খ্রিষ্টধর্মীয় গ্রন্থ বাইবেল পোড়ানোর অনুমতি চান এক ব্যক্তি। সুইডিশ পুলিশ ওই আবেদনকারীকেও ধর্মগ্রন্থ দুটি পোড়ানোর কর্মসূচি পালনের অনুমতি দেয়।
কথা ছিল, আজ শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে তোরাহ ও বাইবেল পোড়াবেন ওই ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁর ধর্মীয় পরিচয় জানা না গেলেও টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি চাওয়া ওই ব্যক্তি একজন মুসলিম। ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম আহমাদ আলুশ।
প্রতিবেদনে বলা হয়, তোরাহ ও বাইবেল পোড়ানোর কথা থাকলেও আজ একটি কোরআন হাতে নিয়ে ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে হাজির হন আলুশ। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াব না। তোরাহ ও বাইবেল পোড়ানোর ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি এই কর্মসূচির ডাক দিয়েছি শুধু আমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ।’
এর আগে শুক্রবার, তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি দেওয়ায় ইসরায়েলসহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেছিল।
তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়, কোরআন পোড়ানোর প্রতিবাদেই শনিবার বিক্ষোভ কর্মসূচিতে তোরাহ ও বাইবেল পোড়ানো হবে। বিষয়টিকে আবেদনকারী তাঁর মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেন।
কর্মসূচিটির অনুমতি দেওয়ায় ইসরায়েলের যেসব ব্যক্তিত্ব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন, তাঁদের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও ছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ার নিন্দা জানাই।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। কিন্তু হৃদয়বিদারক হলো, একই পরিণতি ইহুদি জনগণের চিরন্তন গ্রন্থের জন্যও অপেক্ষা করছে।’
ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াকভ হ্যাগোয়েল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ইহুদি বিদ্বেষ।’
উল্লেখ্য, গত জুনে সুইডিশ পুলিশ ৩৭ বছর বয়সী এক ইরাকি অভিবাসী যুবককে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছিল। তিনি ঈদুল আজহার দিন স্টকহোমের একটি মসজিদের সামনে কোরআনের ওপর আঘাতের পাশাপাশি কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেন।
কোরআন পোড়ানোর ওই ঘটনাটি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানায়। নিন্দা জানিয়েছিল বাংলাদেশ সরকারও। বিক্ষোভ হয়েছে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশে।
কয়েক সপ্তাহ আগে ঈদুল আজহার দিনটিতে সুইডেনে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো হয়। এ ঘটনার জের ধরে এবং ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সমালোচনা করে দেশে দেশে নিন্দা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ গতকাল শুক্রবার সুইডেনের পুলিশ বাহিনীর কাছে গিয়ে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ এবং খ্রিষ্টধর্মীয় গ্রন্থ বাইবেল পোড়ানোর অনুমতি চান এক ব্যক্তি। সুইডিশ পুলিশ ওই আবেদনকারীকেও ধর্মগ্রন্থ দুটি পোড়ানোর কর্মসূচি পালনের অনুমতি দেয়।
কথা ছিল, আজ শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে তোরাহ ও বাইবেল পোড়াবেন ওই ব্যক্তি। প্রাথমিকভাবে তাঁর ধর্মীয় পরিচয় জানা না গেলেও টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, ধর্মগ্রন্থ পোড়ানোর অনুমতি চাওয়া ওই ব্যক্তি একজন মুসলিম। ৩২ বছর বয়সী ওই ব্যক্তির নাম আহমাদ আলুশ।
প্রতিবেদনে বলা হয়, তোরাহ ও বাইবেল পোড়ানোর কথা থাকলেও আজ একটি কোরআন হাতে নিয়ে ইসরায়েলের দূতাবাসের সামনে গিয়ে হাজির হন আলুশ। তিনি বলেন, ‘আমি কখনোই কোনো ধর্মগ্রন্থ পোড়াব না। তোরাহ ও বাইবেল পোড়ানোর ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি এই কর্মসূচির ডাক দিয়েছি শুধু আমার ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদস্বরূপ।’
এর আগে শুক্রবার, তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি দেওয়ায় ইসরায়েলসহ বিভিন্ন ইহুদি সংগঠন নিন্দা জানানোর পাশাপাশি তীব্র ক্ষোভও প্রকাশ করেছিল।
তোরাহ ও বাইবেল পোড়ানোর অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়, কোরআন পোড়ানোর প্রতিবাদেই শনিবার বিক্ষোভ কর্মসূচিতে তোরাহ ও বাইবেল পোড়ানো হবে। বিষয়টিকে আবেদনকারী তাঁর মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেন।
কর্মসূচিটির অনুমতি দেওয়ায় ইসরায়েলের যেসব ব্যক্তিত্ব তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন, তাঁদের মধ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও ছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে সুইডেনে পবিত্র গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ার নিন্দা জানাই।’
ইসরায়েলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছি। কিন্তু হৃদয়বিদারক হলো, একই পরিণতি ইহুদি জনগণের চিরন্তন গ্রন্থের জন্যও অপেক্ষা করছে।’
ওয়ার্ল্ড জায়োনিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াকভ হ্যাগোয়েল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ইহুদি বিদ্বেষ।’
উল্লেখ্য, গত জুনে সুইডিশ পুলিশ ৩৭ বছর বয়সী এক ইরাকি অভিবাসী যুবককে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছিল। তিনি ঈদুল আজহার দিন স্টকহোমের একটি মসজিদের সামনে কোরআনের ওপর আঘাতের পাশাপাশি কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দেন।
কোরআন পোড়ানোর ওই ঘটনাটি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানায়। নিন্দা জানিয়েছিল বাংলাদেশ সরকারও। বিক্ষোভ হয়েছে বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৬ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৭ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৯ ঘণ্টা আগে