অনলাইন ডেস্ক
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে