আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪১ মিনিট আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
২ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
৩ ঘণ্টা আগে