হাড্ডাহাড্ডি লড়াই শেষে জার্মানির নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থী দল এসপিডি ২৫ দশমিক ৭ শতাংশ, ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের জোটসঙ্গী সিএসইউ ২৪ দশমিক ১ শতাংশ, গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ, লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস পার্টি (এফডিপি) ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ দশমিক ৩ শতাংশ ও লেফট পার্টি ৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। এখন সরকার গঠন করতে হলে একটি জোট করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী ফলাফলে জয়ী হয়েছে এসপিডি। আজ সোমবার দলটি নতুন সরকার গঠনে জোট করার চেষ্টা শুরু করেছে। এদিকে সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেটও জোট গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শোলজ বলেছেন, সরকার গঠনে তাঁর দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। তিনি আরও বলেন, সিডিইউ ভোটারদের কাছ থেকে সরকারে না থাকার বার্তা পেয়েছে।
সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট দাবি করেছেন, তাঁরা এখনো সরকার গঠনে সক্ষম। তিনি বলেছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অঙ্কের হিসাব।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন একটি জোট সরকার গঠনের চাবিকাঠি রয়েছে গ্রিনস এবং এফডিপির হাতে। দুটি দলের কেউই আলাদা করে চমক না দেখালেও তাদের দুই দলের ভোট একসঙ্গে করলে একটি জোট সরকার গঠনে বড় দুই দলের যে কারোর জন্য সেটি চমক হতে পারে। তবে তাদের এক ছাদের নিচে আনতে পারাই এখন বড় দুটি দলের জন্য বড় চ্যালেঞ্জ।
এর আগে গতকাল রোববার জার্মানিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬ বছর দেশটির চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন আঙ্গেলা ম্যার্কেল। তাঁর উত্তরসূরি খুঁজে পেতে গতকাল রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন জার্মানরা। নির্বাচনের আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রাজনৈতিক দলগুলো জলবায়ু ও গণপরিবহন, অভিবাসন, সামাজিক সুরক্ষা ও আবাসন, আয়কর, পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি বিষয়ে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, কে চ্যান্সেলর হতে যাচ্ছেন, তা আজ নির্ধারিত হবে না। কেননা, পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে জার্মানির নির্বাচনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থী দল এসপিডি ২৫ দশমিক ৭ শতাংশ, ম্যার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের জোটসঙ্গী সিএসইউ ২৪ দশমিক ১ শতাংশ, গ্রিন পার্টি ১৪ দশমিক ৮ শতাংশ, লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস পার্টি (এফডিপি) ১১ দশমিক ৫ শতাংশ, অভিবাসনবিরোধী এএফডি ১০ দশমিক ৩ শতাংশ ও লেফট পার্টি ৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। এখন সরকার গঠন করতে হলে একটি জোট করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী ফলাফলে জয়ী হয়েছে এসপিডি। আজ সোমবার দলটি নতুন সরকার গঠনে জোট করার চেষ্টা শুরু করেছে। এদিকে সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেটও জোট গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শোলজ বলেছেন, সরকার গঠনে তাঁর দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। তিনি আরও বলেন, সিডিইউ ভোটারদের কাছ থেকে সরকারে না থাকার বার্তা পেয়েছে।
সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট দাবি করেছেন, তাঁরা এখনো সরকার গঠনে সক্ষম। তিনি বলেছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অঙ্কের হিসাব।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন একটি জোট সরকার গঠনের চাবিকাঠি রয়েছে গ্রিনস এবং এফডিপির হাতে। দুটি দলের কেউই আলাদা করে চমক না দেখালেও তাদের দুই দলের ভোট একসঙ্গে করলে একটি জোট সরকার গঠনে বড় দুই দলের যে কারোর জন্য সেটি চমক হতে পারে। তবে তাদের এক ছাদের নিচে আনতে পারাই এখন বড় দুটি দলের জন্য বড় চ্যালেঞ্জ।
এর আগে গতকাল রোববার জার্মানিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬ বছর দেশটির চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন আঙ্গেলা ম্যার্কেল। তাঁর উত্তরসূরি খুঁজে পেতে গতকাল রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন জার্মানরা। নির্বাচনের আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রাজনৈতিক দলগুলো জলবায়ু ও গণপরিবহন, অভিবাসন, সামাজিক সুরক্ষা ও আবাসন, আয়কর, পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি বিষয়ে নানামুখী প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, কে চ্যান্সেলর হতে যাচ্ছেন, তা আজ নির্ধারিত হবে না। কেননা, পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন।
আসামের বিজেপি সরকারের যুক্তি হলো, জনসংখ্যার তুলনায় আধারের কভারেজ ইতিমধ্যেই ১০৩ শতাংশে পৌঁছে গেছে। অর্থাৎ, যত মানুষ থাকার কথা, তার চেয়েও বেশি আধার কার্ড বিদ্যমান। মুখ্যমন্ত্রীর দাবি, এর কারণ হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিভিন্ন উপায়ে আধার সংগ্রহ করেছে। সেই পথ বন্ধ করতেই এই কড়াকড়ি।
৩১ মিনিট আগেনিউইয়র্কের এক আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৫০ কোটি ডলারের দেওয়ানি জরিমানা বাতিল করেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে সিভিল ফ্রডের ওই মামলা ২০২২ সালে করা হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি তাঁর সম্পদমূল্য অতিরিক্ত
১ ঘণ্টা আগেরাশিয়ার সংসদ সদস্যরা দীর্ঘ দাম্পত্য সম্পর্ককে উৎসাহিত করতে নতুন এক উদ্যোগ বিবেচনা করছেন। প্রস্তাবিত নীতির আওতায় অন্তত ৩০ বছর ধরে বিবাহিত আছেন—এমন দম্পতিদের বিশেষ ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, ইতিমধ্যেই কয়েকটি আঞ্চলিক প্রশাসনে এই ধরনের ভাতা চালু রয়েছে।
২ ঘণ্টা আগেকাবুলে হাত ধরাধরি আর অর্ধেক হাসি মুখে ছবি তুললেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। ত্রিপক্ষীয় বৈঠকে বসতেই এমন দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। এটি ছিল গত ১২ সপ্তাহের চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তা
২ ঘণ্টা আগে