Ajker Patrika

ডনবাস অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জেলেনস্কি

ডনবাস অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনবরত বোমাবর্ষণে ডনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া। এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘দখলদাররা ডনবাসে আরও বেশি চাপ প্রয়োগের চেষ্টা করছে। এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখল করতে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন। 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত