Ajker Patrika

ইউক্রেনে আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৬: ৩৬
ইউক্রেনে আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনে আরও একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রোববার সকালে ও শনিবার রাতে রুশ সেনাবাহিনী হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে। 

ওই বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, কাস্পিয়ান সাগরে অবস্থিত রুশ যুদ্ধজাহাজ থেকে ‘ক্যালিবার’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ার আকাশসীমা থেকে যুদ্ধবিমান থেকে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। 

কোনাশেনকভ বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ অঞ্চলের কোস্ত্যান্তিনিভকায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জ্বালানি ও লুব্রিকেন্ট ডিপোতে হামলা চালিয়েছে। কোনাশেনকভের দাবি—ওই ডিপোটি ইউক্রেনের সাঁজোয়া বাহিনীর অন্যতম প্রধান জ্বালানি ও রসদ সরবরাহ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। 

কোনাশেনকভ‍ আরও বলেছেন, ‘বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের উত্তরাঞ্চলের জাইতোমির অঞ্চলের ওভরুচে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। 

এ দিকে, গত শনিবার প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে রাশিয়ার সেনাবাহিনী এই হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেছে। এই প্রথম ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কোনো হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করা হলো। রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনঝাল’। 

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে—‘রাশিয়া বলেছে—তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে প্রথমবারের মতো নতুন কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’ 

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ “কিনঝাল অ্যাভিয়েশন মিসাইল সিস্টেম” ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের এক বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।’ ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলটি ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত