Ajker Patrika

হুতিদের হামলা প্রতিহত করার ঘোষণা দিল যুক্তরাজ্য

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১১: ৩৬
হুতিদের হামলা প্রতিহত করার ঘোষণা দিল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানানো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত ব্রিটিশ বাহিনী। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফে লেখা নিবন্ধে তিনি বলেছেন যে, পণ্য বহনের নৌপথটি সুরক্ষিত রাখার জন্য যুক্তরাজ্য সরাসরি পদক্ষেপ নিতে ইচ্ছুক।

গত ডিসেম্বরে লোহিত সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজ একটি সন্দেহভাজন হামলাকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল। সেই ঘটনা উল্লেখ করে গ্র্যান্ট শ্যাপস বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’

গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গ্রুপ। তারা ঘোষণা দেয়, ইসরায়েল অভিমুখী সকল জাহাজকেই আক্রমণ করবে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর ফলে লোহিত সাগরে পণ্য পরিবহনের পথটিতে অনেক প্রতিষ্ঠানই তাদের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ যৌথভাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত ও এডেন উপসাগরে টহলের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বাহরাইন, নরওয়ে ও স্পেনসহ বেশ কয়েকটি দেশ এতে যোগ দিয়েছে।

নিবন্ধে গ্র্যান্ট শ্যাপস বলেন, ‘হুতিদের জেনে রাখা উচিত যে, বেআইনি যেকোনো কর্মকাণ্ড এবং হামলা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। লোহিত সাগরে নির্বিচার আগ্রাসন আঞ্চলিক সংঘাতের সূত্রপাত করতে পারে। লোহিত সাগরকে সুরক্ষিত না রাখলে দক্ষিণ চীন সাগর এবং ক্রিমিয়াসহ অন্যত্র যারা হুমকি ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে তাদের উৎসাহ দেওয়া হবে।’

উদ্ভূত পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য পরীক্ষা বলে উল্লেখ করে গ্র্যান্ট শ্যাপস বলেছেন, এ অবস্থায় মিত্রদের পাশে যুক্তরাজ্যের দাঁড়ানো জরুরি।

গতকাল রোববার লোহিত সাগরে পণ্য বহনকারী প্রতিষ্ঠান মেয়ার্স্কের জাহাজ হাংঝুকে আক্রমণ করে হুতিদের চারটি নৌকা। এরপর হাংঝু থেকে পাঠানো আপৎকালীন ডাকে সাড়া দিয়ে মার্কিন নেভির হেলিকপ্টার হুতিদের পাল্টা আক্রমণ করে। এতে ডুবে যায় হুতিদের তিনটি নৌকা। নিহত হয় ১০ জন হুতি যোদ্ধা।

ইউরোপের বাজারগুলোকে এশিয়ার সঙ্গে যুক্ত করা লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তবে এই পথে নিরাপত্তাজনিত হুমকি থাকায় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। কারণ, মধ্যপ্রাচ্যে উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত