Ajker Patrika

ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো আছে, গুতেরেসকে পুতিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১: ০৭
ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো আছে, গুতেরেসকে পুতিন

চলমান যুদ্ধ শেষ করতে ইউক্রেনের সঙ্গে আলোচনার আশা এখনো রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়া সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে পুতিন এমনটি জানান। 

বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পুতিন বলেন, ‘সামরিক অভিযান চলমান থাকা সত্ত্বেও, এখনো আশা করি যে আমরা কূটনৈতিক পথে চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। আমরা আলোচনা করছি, আমরা এটি প্রত্যাখ্যান করি না।’

পুতিনের দাবি, বুচা শহরে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ ওঠার পর শান্তি আলোচনা গতি হারিয়েছে। 

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বুচায় একটি উসকানি দেওয়া হয়েছিল। সেখানে রাশিয়ান সেনাবাহিনীর কিছুই করার ছিল না। আমরা জানি কে এই উসকানি দিয়েছে, কী উপায়ে এবং কী ধরনের লোকেরা এর পেছনে কাজ করেছে।’

পুতিন গুতেরেসকে জানান, তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে জাতিসংঘের উদ্বেগ সম্পর্কে অবগত। এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি।  ২০১৪ সালে রাষ্ট্রবিরোধী অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেন থেকে রুশপন্থী প্রেসিডেন্টকে সরানোর কারণে এই অশান্তি হচ্ছ বলে জানান রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। সেই বৈঠকে ইউক্রেন নিয়ে ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে বলে জানান গুতেরেস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত