পোল্যান্ড যদি ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠায় তবে জার্মানি বাধা দেবে না বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনা বেয়ারবক। তবে পোল্যান্ড এখনো ট্যাংক রপ্তানির অনুমতি চায়নি বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছিলেন, ‘বার্লিন যদি অনুমতি দেয়, তবে তারা কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে। এ ব্যাপারে তারা প্রস্তুত আছে।’
পোলিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ফ্রান্সের এলসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনা বেয়ারবক বলেছেন, ‘ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ব্যাপারে পোল্যান্ড এখনো আমাদের কাছে কিছু জানায়নি। তারা যদি ট্যাংক পাঠাতে চায়, তবে আমরা বাধা দেব না।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া টি-৯০ ট্যাংক ব্যবহার করছে। এই ট্যাংকগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য লেপার্ড-২ ট্যাংকগুলো সক্ষম। কিন্তু ট্যাংকগুলো ইউক্রেনের কাছে নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজারেরও বেশি লেপার্ড-২ ট্যাংক রয়েছে। এর মধ্যে ৩০০টি ট্যাংক পেলে, তারা রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে পারবে।
জার্মানির বেশ কয়েকটি মিত্র দেশে লেপার্ড-২ ট্যাংক রয়েছে। কিন্তু তারা ইউক্রেনে ট্যাংকগুলো পাঠাতে অনীহা প্রকাশ করেছে। এতে হতাশ হয়ে পড়েছে ইউক্রেন।
এদিকে জার্মানি এখনো ইউক্রেনে কোনো সাঁজোয়া যান পাঠায়নি। কারণ দেশটির রপ্তানি আইনে এসব ট্যাংক পাঠানোর ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া জার্মানির প্রবিধানে রয়েছে, পোল্যান্ড ও অন্যান্য দেশ যদি ট্যাংকগুলো রপ্তানি করতে চায়, তবে বার্লিনের কাছ থেকে পুনঃরপ্তানির অনুমোদন নিতে হবে।
গত শুক্রবার অর্ধ শতাধিক মিত্র দেশের সঙ্গে বৈঠক করেছে জার্মানি। কিন্তু ট্যাংক সরবরাহ কিংবা রপ্তানি লাইসেন্স দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে জার্মানি নিজেদের ট্যাংক রপ্তানি বন্ধের বিষয়টিও অস্বীকার করেছে।
এদিকে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গত শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে জার্মানিকে বলেছেন, এখন ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করা উচিত।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করেছেন। দুই দেশের নেতা যুদ্ধ-পরবর্তী জোট গঠনের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
ফ্রান্স ইতিমধ্যেই ইউক্রেনে হালকা ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশ ইউক্রেনে ট্যাংক পাঠানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
পোল্যান্ড যদি ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠায় তবে জার্মানি বাধা দেবে না বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনা বেয়ারবক। তবে পোল্যান্ড এখনো ট্যাংক রপ্তানির অনুমতি চায়নি বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছিলেন, ‘বার্লিন যদি অনুমতি দেয়, তবে তারা কিয়েভকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক পাঠাবে। এ ব্যাপারে তারা প্রস্তুত আছে।’
পোলিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ফ্রান্সের এলসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনা বেয়ারবক বলেছেন, ‘ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ব্যাপারে পোল্যান্ড এখনো আমাদের কাছে কিছু জানায়নি। তারা যদি ট্যাংক পাঠাতে চায়, তবে আমরা বাধা দেব না।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া টি-৯০ ট্যাংক ব্যবহার করছে। এই ট্যাংকগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য লেপার্ড-২ ট্যাংকগুলো সক্ষম। কিন্তু ট্যাংকগুলো ইউক্রেনের কাছে নেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ২ হাজারেরও বেশি লেপার্ড-২ ট্যাংক রয়েছে। এর মধ্যে ৩০০টি ট্যাংক পেলে, তারা রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে পারবে।
জার্মানির বেশ কয়েকটি মিত্র দেশে লেপার্ড-২ ট্যাংক রয়েছে। কিন্তু তারা ইউক্রেনে ট্যাংকগুলো পাঠাতে অনীহা প্রকাশ করেছে। এতে হতাশ হয়ে পড়েছে ইউক্রেন।
এদিকে জার্মানি এখনো ইউক্রেনে কোনো সাঁজোয়া যান পাঠায়নি। কারণ দেশটির রপ্তানি আইনে এসব ট্যাংক পাঠানোর ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া জার্মানির প্রবিধানে রয়েছে, পোল্যান্ড ও অন্যান্য দেশ যদি ট্যাংকগুলো রপ্তানি করতে চায়, তবে বার্লিনের কাছ থেকে পুনঃরপ্তানির অনুমোদন নিতে হবে।
গত শুক্রবার অর্ধ শতাধিক মিত্র দেশের সঙ্গে বৈঠক করেছে জার্মানি। কিন্তু ট্যাংক সরবরাহ কিংবা রপ্তানি লাইসেন্স দেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে জার্মানি নিজেদের ট্যাংক রপ্তানি বন্ধের বিষয়টিও অস্বীকার করেছে।
এদিকে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা গত শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে জার্মানিকে বলেছেন, এখন ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করা উচিত।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করেছেন। দুই দেশের নেতা যুদ্ধ-পরবর্তী জোট গঠনের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
ফ্রান্স ইতিমধ্যেই ইউক্রেনে হালকা ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যসহ আরও বেশ কয়েকটি দেশ ইউক্রেনে ট্যাংক পাঠানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের কর্ণাটকের এক শহর ম্যাঙ্গালুরু। শহরটিতে সম্প্রতি সুহাস শেঠি নামে এক রাজনৈতিক কর্মীকে ব্যস্ত সড়কে সংঘবদ্ধভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড অস্থির করে তুলেছে শহরটিকে। হত্যার কারণ হিসেবে উঠে এসেছে আরেক হত্যাকাণ্ডের কথা। হত্যাকাণ্ডের শিকার সুহাস শেঠি নিজেই হত্যা করেছিলেন এক ব্যক্তিকে।
৭ মিনিট আগেএর আগে, ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। নিষিদ্ধ চ্যানেলের মধ্যে দ্য ডন পত্রিকাসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। গত শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়।
৩৩ মিনিট আগেব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা! তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
১৩ ঘণ্টা আগে