Ajker Patrika

ইউক্রেন নিয়ে সমঝোতায় প্রস্তুত পুতিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৯: ১৪
ইউক্রেন নিয়ে সমঝোতায় প্রস্তুত পুতিন

ইউক্রেনে যুদ্ধ বন্ধে সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন ও দেশটিকে সমর্থনদানকারী পশ্চিমা ব্লক প্রস্তাবে রাজি নয় বলে মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধান নিয়ে সব পক্ষের সঙ্গে সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু এটি (সমঝোতা) এখন তাদের ওপর নির্ভর করছে। কেননা সমঝোতা প্রত্যাখ্যানকারী তারাই, আমরা নই।’

আল জাজিরা জানায়, গত শনিবার মস্কোর জাতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেছেন। পুতিনের অভিযোগ, পশ্চিমারা রুশ নাগরিকদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

অন্যদিকে রুশ হামলার মধ্যেই গত শনিবার নাগরিকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধকালীন ক্রিসমাস উদ্‌যাপনে ইউক্রেনের জনগণকে ধৈর্য ধরে থাকার আহ্বান জানান তিনি। বিবিসি জানায়, গত শনিবার খেরসন শহরে রুশ বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত