Ajker Patrika

ইউক্রেন যুদ্ধের জন্য নতুন কমান্ডার নিয়োগ করলেন পুতিন

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ২০
ইউক্রেন যুদ্ধের জন্য নতুন কমান্ডার নিয়োগ করলেন পুতিন

ইউক্রেনে যুদ্ধ পরিচালনার জন্য নতুন একজন জেনারেল নিয়োগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একজন মার্কিন কর্মকর্তা ও ইউরোপিয়ান কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

কর্মকর্তারা জানান, কিয়েভ পুনর্দখল করতে ব্যর্থ হওয়ার পর পুতিন এমন পদক্ষেপ নিয়েছেন। ইউক্রেনে রুশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য জেনারেল আলেক্সান্ডার দভরনিকভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া ছয়েছে। তিনি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার কমান্ডার ছিলেন। 

ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন, ‘আমরা দেখব এই পদক্ষেপ কতটা কার্যকর হয়। তাদের চিন্তা ও কৌশলগুলো আগের মতোই রয়ে গেছে। তারা পুরোনো পথেই হাঁটছে। 

৬০ বছর বয়সী দভরনিকভ সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের প্রথম কমান্ডার ছিলেন। ২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে সেনা পাঠান পুতিন। সিরিয়াতে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন দভরনিকভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত