ডয়চে ভেলে
জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিতে শুরু করলেন। জার্মানিতে বসেই তাঁরা এই ভোট দিচ্ছেন।
তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচন আগামী ১৪ মে। কিন্তু দেশের বাইরে বসবাসকারী নাগরিকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে ভোট দেওয়া শুরু করলেন। জার্মানিতে ১৫ লাখ তুরস্কের নাগরিক রয়েছেন। তাঁরা বৃহস্পতিবার থেকে ভোট দিতে শুরু করেছেন।
এর আগে দেখা গেছে, জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা এরদোয়ানের কট্টর সমর্থক। কিন্তু এবার এরদোয়ান কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সমীক্ষা বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রীতিমতো লড়াই হচ্ছে। কিছু সমীক্ষা এরদোয়ানকে পিছিয়ে রেখেছে। আগামী ৯ মে পর্যন্ত জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা ভোট দিতে পারবেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জানিয়ে দিয়েছে, মোট ১৬টি ভোটকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে কখনো এতগুলো ভোটকেন্দ্র হয়নি। ২০১৮ সালে ১৩টি ভোটকেন্দ্র ছিল।
বার্লিন, কোলন, স্টুটগার্ট, নুরেমবার্গসহ যেসব শহরে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, সেখানে ভোটকেন্দ্র করার অনুমতি দেওয়া হয়েছে।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান ও জার্মানির মধ্যে বেশ তিক্ততা ছিল। এরদোয়ান অভিযোগ করেছিলেন, জার্মানি তাঁর প্রচারে বাধা দিচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও জানিয়ে দিয়েছে, জার্মানির নিয়ম হলো, নির্বাচনের ৩০ দিন আগে পর্যন্ত কোনো বিদেশি রাজনীতিক তাঁদের দেশে প্রচারণা চালাতে পারেন। তারপর নয়।
২০১৪ সালে কোলনে এরদোয়ানের একটি সভা ছিল। সেখানে তিনি ভোটের আগে তাঁর সমর্থকদের জড়ো করেছিলেন। এরদোয়ানের দাবি ছিল, ওটা ভোটের প্রচার ছিল না। ইউরোপে ইউনিয়ন অব টার্কিশ ডেমোক্র্যাটের (ইউইটিডি) ১০ বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি। জার্মানির বহু রাজনীতিক এরদোয়ানকে ওই ইভেন্ট বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপর ২০১৮ সালে তাঁর প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়।
২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানিতে প্রায় ৬৫ শতাংশ ভোট পান। অথচ যুক্তরাষ্ট্রে তিনি পান ১৭ শতাংশ, যুক্তরাজ্যে ২১, ইরানে ৩৫ ও কাতারে ২৯ শতাংশ। তবে এবার তিনি জার্মানিতে একই রকম সমর্থন পাবেন কি না, বোঝা যাচ্ছে না। কারণ, বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু এবার তুরস্কে ভালো সাড়া পাচ্ছেন।
জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিতে শুরু করলেন। জার্মানিতে বসেই তাঁরা এই ভোট দিচ্ছেন।
তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচন আগামী ১৪ মে। কিন্তু দেশের বাইরে বসবাসকারী নাগরিকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে ভোট দেওয়া শুরু করলেন। জার্মানিতে ১৫ লাখ তুরস্কের নাগরিক রয়েছেন। তাঁরা বৃহস্পতিবার থেকে ভোট দিতে শুরু করেছেন।
এর আগে দেখা গেছে, জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা এরদোয়ানের কট্টর সমর্থক। কিন্তু এবার এরদোয়ান কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সমীক্ষা বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রীতিমতো লড়াই হচ্ছে। কিছু সমীক্ষা এরদোয়ানকে পিছিয়ে রেখেছে। আগামী ৯ মে পর্যন্ত জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা ভোট দিতে পারবেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জানিয়ে দিয়েছে, মোট ১৬টি ভোটকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে কখনো এতগুলো ভোটকেন্দ্র হয়নি। ২০১৮ সালে ১৩টি ভোটকেন্দ্র ছিল।
বার্লিন, কোলন, স্টুটগার্ট, নুরেমবার্গসহ যেসব শহরে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, সেখানে ভোটকেন্দ্র করার অনুমতি দেওয়া হয়েছে।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান ও জার্মানির মধ্যে বেশ তিক্ততা ছিল। এরদোয়ান অভিযোগ করেছিলেন, জার্মানি তাঁর প্রচারে বাধা দিচ্ছে।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও জানিয়ে দিয়েছে, জার্মানির নিয়ম হলো, নির্বাচনের ৩০ দিন আগে পর্যন্ত কোনো বিদেশি রাজনীতিক তাঁদের দেশে প্রচারণা চালাতে পারেন। তারপর নয়।
২০১৪ সালে কোলনে এরদোয়ানের একটি সভা ছিল। সেখানে তিনি ভোটের আগে তাঁর সমর্থকদের জড়ো করেছিলেন। এরদোয়ানের দাবি ছিল, ওটা ভোটের প্রচার ছিল না। ইউরোপে ইউনিয়ন অব টার্কিশ ডেমোক্র্যাটের (ইউইটিডি) ১০ বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি। জার্মানির বহু রাজনীতিক এরদোয়ানকে ওই ইভেন্ট বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপর ২০১৮ সালে তাঁর প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়।
২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানিতে প্রায় ৬৫ শতাংশ ভোট পান। অথচ যুক্তরাষ্ট্রে তিনি পান ১৭ শতাংশ, যুক্তরাজ্যে ২১, ইরানে ৩৫ ও কাতারে ২৯ শতাংশ। তবে এবার তিনি জার্মানিতে একই রকম সমর্থন পাবেন কি না, বোঝা যাচ্ছে না। কারণ, বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু এবার তুরস্কে ভালো সাড়া পাচ্ছেন।
পাকিস্তান থেকে এবার সব ধরনের আমদানি বন্ধ করল ভারত। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
১ ঘণ্টা আগেজার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সিদ্ধান্তের ফলে দলটির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পথ প্রশস্ত হলো। ফলে এমন পদক্ষেপকে দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থাগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী কমানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোকে ছোট করার ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগেপাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপুল পরিমাণ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জরাজীর্ণ অর্থনীতির পাকিস্তানের জন্য এই ঋণ খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারত সরকার চেষ্টা করছে, পাকিস্তান যাতে এই ঋণের অর্থ সহজেই না পায়। পাশাপাশি, ভারতে পাকিস্তানিদের কণ্ঠরোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে...
৬ ঘণ্টা আগে