Ajker Patrika

মারিউপোলে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের

মারিউপোলে আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের কর্তৃপক্ষকে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। আজ সোমবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না। আমরা ইতিমধ্যেই রাশিয়াকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।’ স্থানীয় গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গতকাল রোববার মারিউপোলে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, মারিউপোলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আপনারা অস্ত্র সমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবে তাদের নিরাপদে মারিউপোল ছেড়ে যেতে দেওয়া হবে। 

আত্মসমর্পণের প্রস্তাবে রাজি হলে সকাল ১০টায় মানবিক করিডর খুলে দেওয়া হবে বলেও জানিয়েছিল রাশিয়া। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মারিউপোলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। অনেকবার ভারী বোমা হামলা করা হয়েছে এই শহরে। প্রায় চার লাখ বাসিন্দার এই শহরে অনেক মানুষ আটকা পড়ে আছে। খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। 

ভেরেশচুক বলেছেন, ‘গতকাল রোববার মানবিক করিডর দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহর থেকে সাত হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মারিউপোল থেকেও অনেক মানুষকে বের করে আনা হয়েছে।’ লোকজন সরিয়ে নেওয়ার জন্য আজ সোমবার সেখানে ৫০টি বাস পাঠানোর পরিকল্পনা করছে সরকার—এমন কথাও বলেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত