Ajker Patrika

৪ হাজার ৭৮২ কোটি টাকায় বিক্রি হলো পিংক ফ্লয়েডের গানের স্বত্ব 

৪ হাজার ৭৮২ কোটি টাকায় বিক্রি হলো পিংক ফ্লয়েডের গানের স্বত্ব 

সনি মিউজিকের কাছে নিজেদের গানের স্বত্ব বিক্রি করে দিয়েছে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েড। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ৪০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭৮২ কোটি টাকা। 

ভ্যারাইটি জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিংক ফ্লয়েড ব্যান্ড ও সনি মিউজিকের মধ্যে দর-কষাকষি চলছিল। অবশেষে বহুল প্রত্যাশিত সেই চুক্তিটি ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হয়। 

জানা গেছে, চুক্তির আওতায় পিংক ফ্লয়েডের রেকর্ডকৃত সব গানের স্বত্ব সনি মিউজিক পেলেও এসব গানের কথার স্বত্ব গীতিকারদের কাছেই থেকে যাচ্ছে। 

গানের স্বত্ব বিক্রির ক্ষেত্রে বহু বছর ধরেই বাধা হয়েছিল পিংক ফ্লয়েডের প্রধান দুই সদস্য রজার ওয়াটার্স ও ডেভিড গিলমোরের মধ্যে দ্বন্দ্ব। গত বছর তাঁদের এই দ্বন্দ্ব ছিল সবচেয়ে চরমে। তবে শেষ পর্যন্ত তাঁরা একটি সমঝোতায় পৌঁছালে সনি মিউজিক কর্তৃপক্ষ ব্যান্ড দলটির সঙ্গে এই সময়ের সবচেয়ে দামি চুক্তিটি সেরে ফেলে। 

গানের স্বত্ব কিনে নিতে সনি মিউজিক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান পিংক ফ্লয়েডের সঙ্গে আলোচনা শুরু করেছিল চলছিল। তবে পিংক ফ্লয়েড আলোচনা এগিয়েছে সনি মিউজিকের সঙ্গেই। 

পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ মুক্তি পায় ১৯৬৭ সালে। এই ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ছিল ‘দ্য ডিভিশন বেল’, যা মুক্তি পায় ১৯৯৪ সালে। 

জানা গেছে, আরেক রক ব্যান্ড কুইনের গানের স্বত্বও কিনতে চাইছে সনি মিউজিক। এই স্বত্ব কিনে নিতে তাঁরা এক বিলিয়ন ডলার ব্যয় করতেও রাজি আছে। এর আগে ব্রুস স্প্রিংস্টিনের গানের স্বত্ব কিনেছিল সংস্থাটি। নোবেল জয়ী শিল্পী বব ডিলানও এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত