আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেন জানিয়েছে, তাদের শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যার পর রাশিয়ার হয়ে কাজ করা দুই এজেন্টকে হত্যা করা হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান ভাসিল মালিউক এক ভিডিওবার্তায় জানান, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে আজ রোববার সকালে গ্রেপ্তারের সময় প্রতিরোধের চেষ্টা করলে তাঁদের হত্যা করা হয়।
বিবিসি জানিয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই)। সেদিন কর্নেল ইভান ভোরোনিচ কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে দিনের আলোতেই অজ্ঞাতনামা এক হামলাকারীর গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি জেলায় সকাল ৯টার কিছু পর একটি ভবন থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি ভোরোনিচের দিকে দৌড়ে আসেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালান।
এসবিইউ জানিয়েছে, নিহত কর্নেল ভোরোনিচের গতিবিধি আগেই নজরে রেখেছিল ওই গুপ্তচরেরা। হামলার পর তাঁরা আত্মগোপন করেন এবং একটি স্থানে গিয়ে সাইলেন্সারসহ একটি পিস্তল সংগ্রহ করেন। তবে জাতীয় পুলিশ ও এসবিইউর যৌথ তদন্তে তাঁদের অবস্থান শনাক্ত করা হয় এবং তাঁরা শেষ পর্যন্ত ধরা পড়েন।
আজ ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তি একটি বিদেশি দেশের নাগরিক। তবে কোন দেশের, তা জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত। তবে ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার ভেতরেও গুপ্ত হামলা ও হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ডিসেম্বর মাসে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভের হত্যার পেছনেও এসবিইউর হাত ছিল। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে মস্কোতে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়িবোমা হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্যও ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন।
তবে এসব হত্যাকাণ্ডের কোনো দায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—ইউক্রেন ইতিহাসের সবচেয়ে বড় রুশ আকাশ হামলার মুখে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে গত তিন বছরের সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনে।
সামনের সারির যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশেষ করে, গত বছর আকস্মিকভাবে ইউক্রেনীয় বাহিনীর দখল করা রাশিয়ার কুরস্ক অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুদ্ধবিরতির চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
ইউক্রেন জানিয়েছে, তাদের শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যার পর রাশিয়ার হয়ে কাজ করা দুই এজেন্টকে হত্যা করা হয়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান ভাসিল মালিউক এক ভিডিওবার্তায় জানান, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির হয়ে কাজ করা দুই গুপ্তচরকে আজ রোববার সকালে গ্রেপ্তারের সময় প্রতিরোধের চেষ্টা করলে তাঁদের হত্যা করা হয়।
বিবিসি জানিয়েছে, ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১০ জুলাই)। সেদিন কর্নেল ইভান ভোরোনিচ কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে দিনের আলোতেই অজ্ঞাতনামা এক হামলাকারীর গুলিতে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিইভস্কি জেলায় সকাল ৯টার কিছু পর একটি ভবন থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি ভোরোনিচের দিকে দৌড়ে আসেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালান।
এসবিইউ জানিয়েছে, নিহত কর্নেল ভোরোনিচের গতিবিধি আগেই নজরে রেখেছিল ওই গুপ্তচরেরা। হামলার পর তাঁরা আত্মগোপন করেন এবং একটি স্থানে গিয়ে সাইলেন্সারসহ একটি পিস্তল সংগ্রহ করেন। তবে জাতীয় পুলিশ ও এসবিইউর যৌথ তদন্তে তাঁদের অবস্থান শনাক্ত করা হয় এবং তাঁরা শেষ পর্যন্ত ধরা পড়েন।
আজ ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, নিহত দুই ব্যক্তি একটি বিদেশি দেশের নাগরিক। তবে কোন দেশের, তা জানানো হয়নি। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত। তবে ২০২২ সালে পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর থেকে সংস্থাটি রাশিয়ার ভেতরেও গুপ্ত হামলা ও হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ডিসেম্বর মাসে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভের হত্যার পেছনেও এসবিইউর হাত ছিল। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে মস্কোতে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক একটি গাড়িবোমা হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্যও ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন।
তবে এসব হত্যাকাণ্ডের কোনো দায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন—ইউক্রেন ইতিহাসের সবচেয়ে বড় রুশ আকাশ হামলার মুখে পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে গত তিন বছরের সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনে।
সামনের সারির যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বিশেষ করে, গত বছর আকস্মিকভাবে ইউক্রেনীয় বাহিনীর দখল করা রাশিয়ার কুরস্ক অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুদ্ধবিরতির চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৭ ঘণ্টা আগেদুই বছর যুদ্ধের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। সোমবার পর্যন্ত জারি থাকা ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্
৭ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে নিরস্ত্রীকরণ ‘অসম্ভব ও আলোচনাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন হামাসের এক কর্মকর্তা। আজ শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ‘অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না, এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।’
৭ ঘণ্টা আগেঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে