জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।
জার্মানির উত্তর রাইন-ওয়েস্টেফেলিয়া রাজ্যের প্রাচীন শহর ডুসেলডর্ফে মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা। এর ওজন আনুমানিক ৫০০ কিলোগ্রাম। গতকাল সোমবার রাতে বোমাটির সন্ধান পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে প্রায় ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
ডুসেলডর্ফের ফায়ার ফাইটার বিভাগ জানিয়েছে, যে বোমাটি পাওয়া গেছে, সেটি প্রায় ৫০০ কেজি ওজনের। বোমাটি যুক্তরাষ্ট্রের নির্মিত। বোমাটি এখনো সক্রিয়।
ডুসেলডর্ফ শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বোমাটি দ্রুতই নিষ্ক্রিয় করে সরিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে। যেখানে বোমাটি পাওয়া গেছে, সেখানে আশপাশের ৫০ মিটার পর্যন্ত এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটু দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়াদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বোমাটি শনাক্ত করার ঘটনার পর বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং বেশ কয়েকটি স্থানীয় বাস ও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়।
এখনো জার্মানিতে বিপুল পরিমাণ বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। বিভিন্ন শহরে প্রায়ই বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে খননকাজ চালাতে গেলে প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা পাওয়া যায়।
এর আগে, ২০২২ সালে জার্মানির আরেক শহর ফ্রাঙ্কফুর্টে একই আকারের একটি বোমা পাওয়া যাওয়ার পর ১৩ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে মিউনিখেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের আরও একটি বোমা পাওয়া যায়। পরে বোমাটি বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৭ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে