Ajker Patrika

যুদ্ধে রাশিয়া-ইউক্রেনের সামরিক ক্ষতি সমান

যুদ্ধে রাশিয়া-ইউক্রেনের সামরিক ক্ষতি সমান

ইউক্রেনে চলমান যুদ্ধে রুশ সেনাবাহিনীর অন্তত ৮ থেকে ১০ শতাংশ সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুসারে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী যে পরিমাণ সামরিক সক্ষমতা নিয়ে প্রবেশ করেছিল তার অন্তত ৮ থেকে ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে, ইউক্রেনের সেনাবাহিনীও একই পরিমাণ সম্পদ হারিয়েছে বলে অনুমান মার্কিনিদের। দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন গোয়েন্দা বিভাগের সর্বশেষ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ইউক্রেন আক্রমণে ব্যবহৃত রাশিয়ান সামরিক সম্পদের ৮ থেকে ১০ শতাংশ এখন ধ্বংস বা অকার্যকর হয়ে গেছে বলে আমরা অনুমান করছি।’

ধ্বংস বা অকার্যকর হয়ে যাওয়া সামরিক সরঞ্জামগুলোর মধ্যে ট্যাংক, বিমান, কামান ও অন্যান্য সামরিক সম্পদ রয়েছে। এই পরিমাণ গত সপ্তাহে সিএনএন-এর করা এক প্রতিবেদনের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, সে সময় রাশিয়া তাঁর সামরিক সম্পদের ৩ থেকে ৫ হারিয়েছে। 

ওই কর্মকর্তা আরও বলেছেন, আমাদের অনুমান ইউক্রেনের সামরিক বাহিনীও রাশিয়া ক্ষয়ক্ষতির সমপরিমাণে তাঁদের সম্পদ হারিয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত