যুক্তরাজ্যে চলছে জ্বালানি সংকট। এই সংকট নিরসনে আগামী কয়েক দিনের মধ্যে দেশটির সেনাবাহিনী জ্বালানি সরবরাহে নামছে বলে জানিয়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ারতেং।
জানা গেছে, জ্বালানি সংকটে দেশটির বড় শহরগুলোর অধিকাংশ রিফুয়েলিং স্টেশন বন্ধ হয়ে আছে। জ্বালানির নতুন সরবরাহ কবে আসবে সেটি সঠিকভাবে জানা নেই কারও।
এ নিয়ে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বলেন কোয়াসি কোয়ারতেং বলেন, ১৫০ জন সেনাকে প্রস্তুত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা ট্যাংকার দিয়ে জ্বালানি বিতরণ শুরু করবে।
গত সপ্তাহের শেষ দিকে জ্বালানি সরবরাহে ঘাটতির বিষয়ে সতর্ক করার পর যুক্তরাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ গাড়ি নিয়ে পেট্রল পাম্পগুলোর দিকে ছুটতে শুরু করে। তেল ভরার জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে তারা আর এভাবে ব্রিটেনজুড়ে পাম্পগুলো জ্বালানিশূন্য হয়ে পড়ে। এ নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের শিল্প গোষ্ঠীগুলো বলছে, জ্বালানি সংকটে লন্ডনের পরিস্থিতি সবচেয়ে বাজে। এ ছাড়া ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং অন্যান্য শহরেও জ্বালানি সংকট রয়েছে।
যুক্তরাজ্যের ৮ হাজার ৩৮০টি ফিলিং স্টেশনের দুই তৃতীয়াংশ পরিচালনা করে দ্য পেট্রোল রিটেইলারস অ্যাসোসিয়েশন (পিআরএ)। সংস্থাটি গতকাল মঙ্গলবার জানায়, তাদের ৩৭ শতাংশ স্টেশনেই জ্বালানি নেই।
যুক্তরাজ্যে চলছে জ্বালানি সংকট। এই সংকট নিরসনে আগামী কয়েক দিনের মধ্যে দেশটির সেনাবাহিনী জ্বালানি সরবরাহে নামছে বলে জানিয়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ারতেং।
জানা গেছে, জ্বালানি সংকটে দেশটির বড় শহরগুলোর অধিকাংশ রিফুয়েলিং স্টেশন বন্ধ হয়ে আছে। জ্বালানির নতুন সরবরাহ কবে আসবে সেটি সঠিকভাবে জানা নেই কারও।
এ নিয়ে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী বলেন কোয়াসি কোয়ারতেং বলেন, ১৫০ জন সেনাকে প্রস্তুত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাঁরা ট্যাংকার দিয়ে জ্বালানি বিতরণ শুরু করবে।
গত সপ্তাহের শেষ দিকে জ্বালানি সরবরাহে ঘাটতির বিষয়ে সতর্ক করার পর যুক্তরাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ গাড়ি নিয়ে পেট্রল পাম্পগুলোর দিকে ছুটতে শুরু করে। তেল ভরার জন্য লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে তারা আর এভাবে ব্রিটেনজুড়ে পাম্পগুলো জ্বালানিশূন্য হয়ে পড়ে। এ নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের শিল্প গোষ্ঠীগুলো বলছে, জ্বালানি সংকটে লন্ডনের পরিস্থিতি সবচেয়ে বাজে। এ ছাড়া ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং অন্যান্য শহরেও জ্বালানি সংকট রয়েছে।
যুক্তরাজ্যের ৮ হাজার ৩৮০টি ফিলিং স্টেশনের দুই তৃতীয়াংশ পরিচালনা করে দ্য পেট্রোল রিটেইলারস অ্যাসোসিয়েশন (পিআরএ)। সংস্থাটি গতকাল মঙ্গলবার জানায়, তাদের ৩৭ শতাংশ স্টেশনেই জ্বালানি নেই।
নেপালের জনগণ যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে দেশের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে চায় তবে তাদের হতাশই হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দুই দেশেই সরকার পতনের পর অস্থিরতা বেড়েছে। সমস্যাগুলো আরও জটিল আকার ধারণ করেছে।
১ ঘণ্টা আগেনেপালের চলমান রাজনৈতিক সংকট এখন এক নতুন মোড় নিয়েছে। জেন জিদের নেতৃত্বে তিন দিনের ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই গণবিক্ষোভে অন্তত ৩১ জনের প্রাণহানি এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হওয়ার পর নেপালি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
২ ঘণ্টা আগেজেন-জি নেতৃত্বাধীন আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নেপালের কমিউনিস্টে পার্টি। গতকাল বুধবার, পার্টির পক্ষে এক বিবৃতি দিয়ে কমিউনিস্ট পার্টি আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে জনপ্রিয় রক্ষণশীল চিন্তাবিদ ও বক্তা চার্লি কার্কের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো মুহূর্ত বলে অভিহিত করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে