Ajker Patrika

দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের পদত্যাগ 

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১: ৫৪
দুর্নীতির অভিযোগে অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের পদত্যাগ 

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গকে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সেবাস্তিয়ান কুর্জের পিপলস পার্টির (ওইভিপি) সঙ্গে যুক্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালায় অস্ট্রিয়ান পুলিশ। এ ঘটনার পরই কুর্জসহ তাঁর দলের ৯ জনের ওপর পদত্যাগের চাপ শুরু হয়। 

তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে সেবাস্তিয়ান কুর্জ। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে একটি ট্যাবলয়েডে ইতিবাচক খবর ছাপাতে চেয়েছিল কুর্জ। 

চলতি সপ্তাহে সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপরই অস্ট্রিয়ান কোয়ালিশন সরকারের অন্যতম সহযোগী দল দ্য গ্রিনস কুর্জের বিরোধিতা শুরু হয়। দলটি অস্ট্রিয়ার বিরোধী দলের সঙ্গে বৈঠক শুরু করে। কুর্জের পদত্যাগের আগে অস্ট্রিয়ান বিরোধী দলগুলো আগামী সপ্তাহে চ্যান্সেলরের দুর্নীতির ইস্যুতে আস্থা ভোটের হুমকি দিয়েছিল। 

এদিকে কুর্জের পদত্যাগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল গ্রিনস। এর পাশাপাশি অস্ট্রিয়ান ভাইস চ্যান্সেলর ওয়ার্নার কগলারও কুর্জের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত