Ajker Patrika

ইউক্রেন ইস্যু নিয়ে মিত্রদের সঙ্গে আজ বৈঠকে বসবেন বাইডেন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১: ১৮
ইউক্রেন ইস্যু নিয়ে মিত্রদের সঙ্গে আজ বৈঠকে বসবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ মঙ্গলবার ইউক্রেন ইস্যু নিয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, রুশ বাহিনী কিয়েভে দখলের চেষ্টার পর ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে ব্যাপক হামলা শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট মিত্রদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা এএফপিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ভিডিও কলের মাধ্যমে বৈঠক করবেন। তবে বৈঠকে কোন কোন মিত্র অংশ নেবেন, তা জানা যায়নি। এ বৈঠক ইউক্রেনের সমর্থনে মিত্রদের সঙ্গে নিয়মিত আলোচনার অংশ।’ 

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে রাশিয়াকে জবাবদিহি করার বিষয় নিয়ে আলোচনা করা হবে। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দনবাসে যুদ্ধ শুরু হয়ে গেছে। রুশ বাহিনী এখানে ব্যাপক হামলা শুরু করেছে। আমরা আমাদের রক্ষা করার জন্য যুদ্ধ চালিয়ে যাব।’ 

দনবাস অঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী তাদের হামলা জোরদার করেছে। এই অঞ্চল কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। এর একাংশ মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত