Ajker Patrika

রাশিয়ার সীমান্তে সংঘর্ষে ইউক্রেনের ২ সেনা নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৩৫
রাশিয়ার সীমান্তে সংঘর্ষে ইউক্রেনের ২ সেনা নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হওয়া খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালানোর সময় বোমার শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যায়। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। পরে ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে দুই সেনা নিহতের খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এএফপির ওই প্রতিবেদন ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর সময় শেলের শ্র্যাপনেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান দুই সেনা। ওই সময় আহত হন আরও ২ জন। 

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বিদ্রোহীরা ৮২ ও ১২০ মিলিমিটার-ক্যালিবারের মর্টার শেল ব্যবহার করেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে লুহানস্ক এবং দনেৎস্কে এমন অস্ত্র ব্যবহার নিষিদ্ধ ছিল। এ ছাড়া, বিচ্ছিন্নতাবাদীরা জনবসতিতে আস্তানা তৈরি করেও সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। 

এ দিকে এই হামলায় জড়িত বিদ্রোহীরা রাশিয়া সমর্থিত বলে অভিযোগ করা হলেও মস্কো আনুষ্ঠানিকভাবে সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে একে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে।

রাশিয়া - ইউক্রেন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত