Ajker Patrika

স্পেনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০ 

স্পেনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জনসহ নিহত ১০ 

স্পেনের ভ্যালেন্সিয়া শহরের ক্যাম্পনার এলাকার একটি ১৪ তলা বহুতল আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। 

আজ শুক্রবার স্পেনের কর্তৃপক্ষের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের বরাতে বিবিসি জানায়, নিহত ১০ জনের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছে। বাবা, মা, তিন বছর বয়সী ও সদ্য ভূমিষ্ঠ শিশু অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ড একপর্যায়ে পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপক কর্মীদের ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বারান্দা দিয়ে মানুষকে উদ্ধার করতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এখনো অ্যাপার্টমেন্টটির ভেতরে মানুষ আটকে থাকতে পারে। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যথাসম্ভব সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস বলছে, অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে। সেখানে মোট বাসিন্দার সংখ্যা প্রায় ৪৫০ জন। 

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্পেনে ভবন নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে। ভ্যালেন্সিয়ার কলেজ অব ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এসথার পুচাদেস স্প্যানিশ বার্তা সংস্থা ইফেকে বলেছেন যে, তিনি আগে ভবনটি পরিদর্শন করেছিলেন। তিনি দাবি করেন যে, এর বাইরের অংশে একটি পলিউরেথেন উপাদান রয়েছে—যার দাহ্য বৈশিষ্ট্যের কারণে আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না। 
 
ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী এক ব্যক্তি টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেছেন যে, অগ্নিকাণ্ডের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ১০ মিনিটের মধ্যেই মূলত আগুন ছড়িয়ে পড়ে। 

ডেভিড হিগুয়েরা নামের এক প্রকৌশলী এল পাইসকে বলেন, আগুনের দ্রুত বিস্তারের কারণ হতে পারে ভবনের ক্ল্যাডিং। ভবনের বাইরের স্তর হিসেবে তৈরি ফোম ইনসুলেটরসহ অ্যালুমিনিয়াম প্লেটগুলো তাপ রোধী হলেও অত্যন্ত দাহ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত