Ajker Patrika

ইউক্রেনে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র মুখোমুখি রাশিয়া: ক্রেমলিন

ইউক্রেনে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র মুখোমুখি রাশিয়া: ক্রেমলিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র মুখোমুখি হয়েছে রাশিয়া বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন। এবং এই ক্ষয়ক্ষতিকে দেশের জন্য বিশাল ট্র্যাজেডি বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি পেসকভ স্কাই নিউজকে বলেন, ‘আমাদের সৈন্যদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং এটি আমাদের দেশের জন্য একটি বড় ট্র্যাজেডি।’ 

এর আগে, গত ২৫ মার্চ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের হতাহতের সংখ্যা নিরূপণ করা কঠিন, তবে আমাদের সাম্প্রতিক তথ্যমতে ১৩৫১ জন সৈন্য নিহত এবং ৩,৮২৫ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি, অন্তত ১৯ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। 

তবে, বিশেষজ্ঞদের মত, কোনো পক্ষের পরিসংখ্যানই বিশ্বাস করা যায় না। কারণ কিয়েভ সম্ভবত তাদের সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য সংখ্যাটি বাড়িয়ে বলতে পারে বিপরীতে রাশিয়া তাদের সৈন্যদের মনোবল বাড়াতে সংখ্যা হ্রাস করে বলেছে। 

কিয়েভের উত্তরাঞ্চলসহ ইউক্রেনের বেশ কিছু এলাকা থেকে রুশ সৈন্য প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করে পেসকভ বলেন, এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার সময় ‘উত্তেজনা হ্রাস’ করার ক্ষেত্রে একটি ‘শুভেচ্ছা স্মারক’। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত