ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’
গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’
ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’
এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’
ইউক্রেনের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর কাছে আবেদন করেছিল ইউক্রেন। কিন্তু ন্যাটো সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। গতকাল শুক্রবার ব্রাসেলসে বৈঠকের পর ন্যাটো তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। ন্যাটোর এমন সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি গত রাতে এক ভাষণে বলেন, ‘আজ ইউক্রেনে যারা মারা যাচ্ছে, তারা আপনাদের কারণে, আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের ঐক্যের অভাবের কারণে মারা যাচ্ছে।’
গতকাল বৈঠকের পর ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে গেলে ন্যাটো বাহিনীকে রুশ বিমান ভূপাতিত করতে হবে। আর এটা করতে গেলে পুরো ইউরোপে যুদ্ধ লেগে যেতে পারে। তখন অনেক দেশ যুক্ত হবে এই যুদ্ধে। ন্যাটো এই সংঘাতের অংশ হতে রাজি নয়।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ব্যাপক বিধ্বংসী পরিণাম নেমে আসবে। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’
ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের পর গতকাল রাতে টেলিভিশনে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেন, ‘ন্যাটো আজ একটি ব্যর্থ সম্মেলন করল। অত্যন্ত দুর্বল সম্মেলন এটি। আজ তারা নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের শহর ও গ্রামগুলোতে আরও বেশি বোমা হামলার সবুজ সংকেত দিয়ে দিল।’
এখন থেকে ইউক্রেনের যত মানুষ মারা যাবে, তার দায় ন্যাটোকে নিতে হবে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা আলোর যোদ্ধা। ইউরোপের ইতিহাস আমাদের চিরকাল মনে রাখবে।’
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৩ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৪ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে