Ajker Patrika

আকস্মিক সফরে জার্মানির অর্থমন্ত্রী কিয়েভে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৪: ১৯
আকস্মিক সফরে জার্মানির অর্থমন্ত্রী কিয়েভে

হঠাৎ করে ইউক্রেন সফরে গেছেন জার্মানির অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বরার্ট হ্যাবেক। আজ সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন গঠন বিষয়ে আলোচনা করতেই তাঁর এ সফর বলে জানা গেছে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বরার্ট হ্যাবেকের কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁর সফরের বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন। 

জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অর্থমন্ত্রী হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ট্রেনযোগে কিয়েভে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অর্থমন্ত্রী কিয়েভ যাওয়ার আগে রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এবং আমরা ইউক্রেনকে পুনর্নির্মাণ করব—এমন সংকেত দিতে আমরা কিয়েভে যাচ্ছি। 

ইউক্রেন ভবিষ্যতে জার্মানির শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী বরার্ট হ্যাবেক। 

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন হ্যাবেক। তিনি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পাশাপাশি জার্মানির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে চ্যান্সেলর ওলাফ শুলজ, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়েভ সফর করেছেন। 

হ্যাবেকের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে এই বার্তা দিতে চাই যে, জার্মানি অর্থনৈতিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে। 

এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে কমপক্ষে ৩৮ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত