Ajker Patrika

এবার সুমিসহ ৫ শহরে যুদ্ধবিরতি

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬: ০২
এবার সুমিসহ ৫ শহরে যুদ্ধবিরতি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির বেসামরিক মানুষদের নিরাপদ স্থানান্তরের জন্য ‘মানবিক করিডর’ খুলে দিতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এ ছাড়া কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভেসেলি নেবেনজিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনী মঙ্গলবার মস্কোর সময় সকাল ১০টায় নতুন যুদ্ধবিরতি পালন করবে। এ সময় কিয়েভ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোল শহরের বেসামরিক মানুষদের নিরাপদ স্থানান্তরের জন্য মানবিক করিডর খুলে দেবে। এসব শহরের বাসিন্দারা যেখানে খুশি সেখানে যেতে পারবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের এই শহর রুশ বাহিনী আংশিকভাবে ঘেরাও করে রেখেছে। মাঝে মাঝেই গোলাবর্ষণ করছে তারা। গতকাল রাতে রুশ বিমান হামলায় এ শহরের অন্তত নয়জন নিহত হয়েছে। 

এরই মধ্যে আজ মঙ্গলবার শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা এল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় শহরের বাসিন্দারা নিরাপদে শহর ছেড়ে যেতে পারবে। 

ইউক্রেন কর্তৃপক্ষ রাশিয়াকে এ যুদ্ধবিরতির প্রতি সম্মান জানাতে আহ্বান জানিয়েছে। 

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, তারা ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে ইউক্রেনে আসা শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ারও পরিকল্পনা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত