Ajker Patrika

ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেলেনস্কির

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৫: ০০
ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জেলেনস্কির

রুশ আক্রমণের মুখে এমনিতেই নাজেহাল অবস্থা ইউক্রেনের। এর মধ্যে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। সমালোচনার মুখে এবার সরকার ও নিরাপত্তা পরিষেবাগুলোতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 

সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ ঘোষণা দেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি তাঁর ভিডিও বার্তায় কাকে কোন পদে পরিবর্তন করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আজ কিংবা আগামীকাল মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিষেবার বিভিন্ন স্তরে পরিবর্তন আনা হবে।’ মন্ত্রীদের ব্যক্তিগত বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানান জেলেনস্কি। 

এর আগে জেলেনস্কি সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যদ্রব্য মজুত করে উচ্চমূল্যে বিক্রির জন্য চুক্তির অভিযোগ ওঠে। 

গত রোববার দুর্নীতি দমনের দায়িত্বে থাকা পুলিশ জানায়, দুর্নীতির অভিযোগে দেশটির অবকাঠামো মন্ত্রীকে আটক করা হয়েছে। 

ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, জেলেনস্কির এই ঘোষণার পর মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে। 

উল্লেখ্য, ২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক অনুসারে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ইউক্রেনের অবস্থান ১২২তম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত