বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক টেস্ট ক্রিকেটার আইলিন অ্যাশ ১১০ বছর বয়সে মারা গেছেন। ১৯৩৭ সালে এই বোলারের ইংল্যান্ডে অভিষেক হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে মিলে সাতটি টেস্ট খেলেছেন এবং ১৯৪৯ সালে অবসর গ্রহণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাশ আন্তর্জাতিক অভিষেকের আশি বছর পর ২০১৭ মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জয়ের আগে লর্ডসে ঘণ্টা বাজিয়েছিলেন। বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে তাঁর বয়স ছিল সবচেয়ে বেশি।
অ্যাশ সম্পর্কে ইসিবি মহিলা ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কনর বিবিসিকে বলেন, অ্যাশ এই খেলার একজন 'অগ্রগামী' ছিলেন। আজ তাঁকে বিদায় জানাতে হচ্ছে বলে আমি গভীরভাবে দুঃখিত। ইংল্যান্ডের অধিনায়ক হিদারকে নিয়ে ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপের প্রায় ছয় মাস আগে অ্যাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন ১০৫ বয়সী অ্যাশের সঙ্গে দেখা করাটা সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলির একটি বলেও উল্লেখ করেন কনর।
কনর জানান, 'আইলিন হিদারকে যোগব্যায়াম শিখিয়েছিলেন। আমরা স্নুকার খেলেছি, চা পান করেছি এবং ১৯৩০-৪০ এর দশকে একজন খেলোয়াড় হিসেবে আইলিনের সময়ের সংবাদপত্র এবং স্ক্র্যাপবুক দেখে সেই সময়ে ফিরে গিয়েছি। তিনি আমাদের কিছু আশ্চর্যজনক গল্প বলেছিলেন। যার মধ্যে তিনি কীভাবে ১৯৪৯ সালে সিডনির একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দ্বারা তাঁর ব্যাট স্বাক্ষর করতে এসেছিলেন। আমি জানি যে আমরা কেউই সেই দিনটি ভুলব না, এটি খুব বিশেষ ছিল।'
তাঁরা অ্যাশের জন্য প্রার্থনা করবেন এবং পরিবারের পাশে থাকবেন বলেও জানান।
প্রসঙ্গত, আইলিন অ্যাশ একজন ডানহাতি মিডিয়াম-পেস বোলার ছিলেন। তিনি হুইলানের অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডে অভিষেক করেন এবং ক্যারিয়ারে ২৩ গড়ে ১০ উইকেট নেন। তিনি সিভিল সার্ভিস উইমেন, মিডলসেক্স উইমেন এবং সাউথ উইমেনদের জন্য ঘরোয়াভাবে খেলেছিলেন। তিনি ২০১৯ সালে লর্ডসে অ্যাশের একটি প্রতিকৃতি উন্মোচন করেন।
বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক টেস্ট ক্রিকেটার আইলিন অ্যাশ ১১০ বছর বয়সে মারা গেছেন। ১৯৩৭ সালে এই বোলারের ইংল্যান্ডে অভিষেক হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে মিলে সাতটি টেস্ট খেলেছেন এবং ১৯৪৯ সালে অবসর গ্রহণ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাশ আন্তর্জাতিক অভিষেকের আশি বছর পর ২০১৭ মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের জয়ের আগে লর্ডসে ঘণ্টা বাজিয়েছিলেন। বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে তাঁর বয়স ছিল সবচেয়ে বেশি।
অ্যাশ সম্পর্কে ইসিবি মহিলা ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্লেয়ার কনর বিবিসিকে বলেন, অ্যাশ এই খেলার একজন 'অগ্রগামী' ছিলেন। আজ তাঁকে বিদায় জানাতে হচ্ছে বলে আমি গভীরভাবে দুঃখিত। ইংল্যান্ডের অধিনায়ক হিদারকে নিয়ে ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপের প্রায় ছয় মাস আগে অ্যাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন ১০৫ বয়সী অ্যাশের সঙ্গে দেখা করাটা সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলির একটি বলেও উল্লেখ করেন কনর।
কনর জানান, 'আইলিন হিদারকে যোগব্যায়াম শিখিয়েছিলেন। আমরা স্নুকার খেলেছি, চা পান করেছি এবং ১৯৩০-৪০ এর দশকে একজন খেলোয়াড় হিসেবে আইলিনের সময়ের সংবাদপত্র এবং স্ক্র্যাপবুক দেখে সেই সময়ে ফিরে গিয়েছি। তিনি আমাদের কিছু আশ্চর্যজনক গল্প বলেছিলেন। যার মধ্যে তিনি কীভাবে ১৯৪৯ সালে সিডনির একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দ্বারা তাঁর ব্যাট স্বাক্ষর করতে এসেছিলেন। আমি জানি যে আমরা কেউই সেই দিনটি ভুলব না, এটি খুব বিশেষ ছিল।'
তাঁরা অ্যাশের জন্য প্রার্থনা করবেন এবং পরিবারের পাশে থাকবেন বলেও জানান।
প্রসঙ্গত, আইলিন অ্যাশ একজন ডানহাতি মিডিয়াম-পেস বোলার ছিলেন। তিনি হুইলানের অধীনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডে অভিষেক করেন এবং ক্যারিয়ারে ২৩ গড়ে ১০ উইকেট নেন। তিনি সিভিল সার্ভিস উইমেন, মিডলসেক্স উইমেন এবং সাউথ উইমেনদের জন্য ঘরোয়াভাবে খেলেছিলেন। তিনি ২০১৯ সালে লর্ডসে অ্যাশের একটি প্রতিকৃতি উন্মোচন করেন।
পচনশীল পণ্য আমদানিকারকদের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। কারণ, তাঁরা শুল্ক কার্যকর হওয়ার আগে পণ্য মজুত করে রাখতে পারেন না। অন্যদিকে খেলনা বা পোশাক আমদানিকারকেরা আগেভাগেই গুদাম ভরে রাখতে পারেন, যাতে শুল্কের বোঝা এড়ানো যায়।
২৮ মিনিট আগেইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা গাজায় চলমান হত্যাযজ্ঞ ও ফিলিস্তিনিদের ওপর বারবার নাকবা তথা বিপর্যয় চাপিয়ে দেওয়ার পক্ষে ভয়ংকর মন্তব্য করেছেন। সম্প্রতি ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর জনপ্রিয় টিভি অনুষ্ঠান উলপান শিশি-তে তাঁর অডিও রেকর্ডিং সম্প্রচারিত হয়। সেখানে তিনি
৩৩ মিনিট আগেপুরুষদের ভালো স্বামী বানাতে সেনেগালে বিশেষ স্কুল শুরু করেছে জাতিসংঘ। ‘স্কুল ফর হাসবেন্ড’ নামের এই স্কুলে আক্ষরিক অর্থেই শেখানো হয় কীভাবে একজন পুরুষ ভালো স্বামী হতে পারেন। বিশেষ সেই স্কুল একদিন ঘুরে দেখেছে বার্তা সংস্থা এপি।
১ ঘণ্টা আগেভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন আরএসএ—কে ‘ভারতীয় তালেবান’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাগ্যুদ্ধ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে