বাখমুত শহরে ইউক্রেনের অগ্রগতির খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে দেশটির সম্মুখসারির যোদ্ধারা অগ্রসর হয়েছে—এমন তথ্য অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাখমুতের বিভিন্ন জায়গা থেকে আসা ইউক্রেনের অগ্রগতির খবরটি সত্য নয়। বরং সম্মুখভাগের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
ইউক্রেনে লড়াইরত রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বুধবার (১০ মে) বলেছিলেন, বাখমুত থেকে রুশ সেনারা নিজ অবস্থান ছেড়ে চলে গেছে। এ ছাড়া বৃহস্পতিবার (১১ মে) ইউক্রেনীয় সেনাদের অগ্রসরের খবর ও রুশ বাহিনীর ছত্রভঙ্গের পরিস্থিতি জানিয়েছেন মস্কোর দুই সামরিক ব্লগার।
কয়েক দিন ধরে বিভিন্ন সূত্র দাবি করেছে, বাখমুতে পিছু হটছেন রাশিয়ার সেনারা। এমনকি ওয়াগনার গ্রুপের প্রধানও দাবি করেছেন, একটি ব্রিগেডের সেনারা পালিয়ে গেছে।
তবে এই খবর অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান ও কামানের সহায়তায় নিয়োজিত ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশে অগ্রগতি করছে। ইউক্রেনীয় সেনাদের হটাতে লড়ছেন সেনারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীর আরও সময় প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সামনে অগ্রসর হতে পারি এবং সফলও হতে পারি। সে ক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাব। আমার মনে হয়, এটি কাম্য হতে পারে না। ফলে অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু সময় প্রয়োজন।’
কয়েক মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনারা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
বাখমুত শহরে ইউক্রেনের অগ্রগতির খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনে দেশটির সম্মুখসারির যোদ্ধারা অগ্রসর হয়েছে—এমন তথ্য অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাখমুতের বিভিন্ন জায়গা থেকে আসা ইউক্রেনের অগ্রগতির খবরটি সত্য নয়। বরং সম্মুখভাগের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে বলে দাবি করা হয় বিবৃতিতে।
ইউক্রেনে লড়াইরত রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বুধবার (১০ মে) বলেছিলেন, বাখমুত থেকে রুশ সেনারা নিজ অবস্থান ছেড়ে চলে গেছে। এ ছাড়া বৃহস্পতিবার (১১ মে) ইউক্রেনীয় সেনাদের অগ্রসরের খবর ও রুশ বাহিনীর ছত্রভঙ্গের পরিস্থিতি জানিয়েছেন মস্কোর দুই সামরিক ব্লগার।
কয়েক দিন ধরে বিভিন্ন সূত্র দাবি করেছে, বাখমুতে পিছু হটছেন রাশিয়ার সেনারা। এমনকি ওয়াগনার গ্রুপের প্রধানও দাবি করেছেন, একটি ব্রিগেডের সেনারা পালিয়ে গেছে।
তবে এই খবর অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান ও কামানের সহায়তায় নিয়োজিত ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশে অগ্রগতি করছে। ইউক্রেনীয় সেনাদের হটাতে লড়ছেন সেনারা।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীর আরও সময় প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা সামনে অগ্রসর হতে পারি এবং সফলও হতে পারি। সে ক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাব। আমার মনে হয়, এটি কাম্য হতে পারে না। ফলে অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু সময় প্রয়োজন।’
কয়েক মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনারা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৩ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
৪ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৫ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৬ ঘণ্টা আগে