Ajker Patrika

ইউক্রেনে যুদ্ধের বর্ষপূর্তিতে ‘বড় হামলার প্রস্তুতি’ নিচ্ছে রাশিয়া

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ১৫
ইউক্রেনে যুদ্ধের বর্ষপূর্তিতে ‘বড় হামলার প্রস্তুতি’ নিচ্ছে রাশিয়া

আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।

রেজনিকভের দাবি, নতুন হামলার জন্য প্রায় ৫ লাখ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরে ৩ লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা সেনার সংখ্যা আরও অনেক বেশি।

ইউক্রেন সম্ভাব্য হামলা প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন রেজনিকভ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ২০২৩ সাল হবে ইউক্রেনের সামরিক বিজয়ের বছর। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় বাহিনী যা অর্জন করেছে, তা হারাতে দেবে না।’ 

নতুন হামলার জন্য প্রায় ৫ লাখ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করেছে রাশিয়াসম্প্রতি ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছিলেন, এ বছর বসন্ত শেষ হওয়ার আগেই দেশটির দনবাস অঞ্চল দখল করতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন। এর পরই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সম্ভাব্য নতুন হামলা নিয়ে আশঙ্কার কথা বললেন। 

এদিকে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’ 

ইউক্রেন যদিও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত