Ajker Patrika

শান্তি আলোচনার জন্য ইউক্রেনে অভিযান থামবে না: লাভরভ 

শান্তি আলোচনার জন্য ইউক্রেনে অভিযান থামবে না: লাভরভ 

ইউক্রেনের সঙ্গে পরবর্তী দফায় শান্তি আলোচনার জন্য দেশটিতে সামরিক অভিযান স্থগিত করবে না রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা জানিয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা চালিয়ে না যাওয়ার কোনো কারণ দেখেননি। সেসময় লাভরভ জোর দিয়ে এ কথাও জানিয়েছেন—উভয় পক্ষ আবার যখন পরবর্তী দফায় শান্তি আলোচনায় মিলিত হবে তখনো মস্কো ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করবে না। 

লাভরভ আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ও ইউক্রেনের আলোচকদের মধ্যে প্রথম দফা আলোচনার সময় ‘বিশেষ সামরিক অভিযান’ স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু বর্তমানে মস্কো তার অবস্থান পরিবর্তন করেছে। 

লাভরভ  বলেন, ‘ইউক্রেনীয়রা (সৈন্যরা) আমাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করবে না—এটি নিশ্চিত হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে না পারছি ততক্ষণ পর্যন্ত অভিযানে কোনো বিরতি আনা হবে না।’ 

এ ছাড়া, রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় তারা যতটা অগ্রগতি চান তত দ্রুত অগ্রগতি হচ্ছে না। তাঁরা একই সঙ্গে এই অভিযোগও করেছেন যে—পশ্চিমারা ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করে আলোচনাকে লাইনচ্যুত করার চেষ্টা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত