Ajker Patrika

শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

শিগগিরই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দিতে প্রস্তুত নরডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড ও সুইডেন। আসন্ন গ্রীষ্মের শুরুতে এই দেশ দুটি ন্যাটোতে যোগ দিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস জানিয়েছে—ফিনল্যান্ড ও সুইডেন গ্রীষ্মের শুরুতে ন্যাটোতে যোগদানের জন্য প্রস্তুত। এর পেছনে ওই কর্মকর্তারা রাশিয়া ‘বিশাল এক কৌশলগত ভুল’কে দায়ী করেছেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও বলেছেন, গত সপ্তাহে সুইডেন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে উভয় দেশের ন্যাটো সদস্যপদ নিয়ে বেশ কয়েক দফা আলোচনা ও একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে সামরিক উপস্থিতি স্থায়ী করার পরিকল্পনা নিয়ে কাজ করছে ন্যাটো। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। 

টেলিগ্রাফকে দেওয়া ওই সাক্ষাৎকারে জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ভবিষ্যৎ রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যই ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাঁরা। 

স্টলটেনবার্গ বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ন্যাটো বর্তমানে একটি মৌলিক রূপান্তরের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করছে। এবং এই নতুন বাস্তবতা ইউরোপের নিরাপত্তার জন্য একটি স্বাভাবিক বিষয়। তাই, আমরা আমাদের সামরিক কমান্ডারদের ন্যাটোকে আরও সক্ষম করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রদান করতে বলেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত