Ajker Patrika

যুদ্ধাপরাধের অভিযোগে ইউক্রেনে বিচারের মুখোমুখি প্রথম রুশ সেনা

আপডেট : ১৩ মে ২০২২, ১৭: ০৪
যুদ্ধাপরাধের অভিযোগে ইউক্রেনে বিচারের মুখোমুখি প্রথম রুশ সেনা

প্রায় আড়াই মাস আগে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর এই প্রথম ‘যুদ্ধাপরাধ’ ঘটানোর দায়ে কোনো রুশ সেনার বিচার করতে যাচ্ছে ইউক্রেন। একজন নিরস্ত্র ইউক্রেনীয় বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে আজ শুক্রবার ভাদিম শিসিমারিন নামে এক রুশ সার্জেন্টকে বিচারের মুখোমুখি করা হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ভাদিম শিসিমারিন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম চুপাখিভকায় একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। যুদ্ধের আইন ও রীতিনীতি সংক্রান্ত ইউক্রেনের ফৌজদারি অপরাধের শাস্তির ধারা অনুযায়ী তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। 

ভাদিম শিসিমারিনের আইনজীবী ভিক্টর ওভস্যানিকভ বার্তা সংস্থা এপিকে বলেছেন, তাঁর বিরুদ্ধে মামলাটি নিঃসন্দেহে শক্তিশালী। এ ব্যাপারে আমরা কীভাবে আবেদন কবর তা আমি এবং আমার মক্কেল এখনো সিদ্ধান্ত নিইনি। 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভার অফিস বলেছে, তারা ১০ হাজার ৭০০ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার ৬০০ সেনা ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধ তদন্ত করছে। 

এদিকে আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অভিযুক্ত ভাদিম শিসিমারিনের বয়স ২১। তিনি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে দায়িত্বরত ছিলেন। আরও চার সৈনের সঙ্গে ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় ওই প্রবীণ ব্যক্তিকে তিনি গুলি করেন। কারণ তিনি মনে করেছিলেন, ওই বৃদ্ধ তাঁদের পালানোর খবর ইউক্রেনের যোদ্ধাদের কাছে পাচার করতে পারেন। 

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি অপরাধ নথিভুক্ত করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস। এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ মামলা দায়ের করা হয়েছে অথবা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত