আসল নাম মাইকোলাই রুসেটস্কি হলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তিনি মলোত নামে পরিচিত। মলোত শব্দের অর্থ হাতুড়ি। যুদ্ধেক্ষেত্রে শক্ত মনোবলের জন্যই এই নামে ডাকা হয় তাঁকে।
সোমবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন মলোত। সে সময় পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বাঁ পা উড়ে যায় তাঁর। মারাত্মক আহত অবস্থায় পরে সেখান থেকে মলোতকে উদ্ধার করে নিয়ে আসেন সঙ্গী যোদ্ধারা।
এবার সবাইকে অবাক করে একটি নকল পা লাগিয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছেন মলোত। অন্যদের সঙ্গে সমান তালে সম্মুখ সমরে লড়াই করে যাচ্ছেন ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে।
সম্প্রতি গণমাধ্যমে মলোতের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নকল পাসহ কর্দমাক্ত একটি ট্রেঞ্চে অস্ত্র হাতে বসে আছেন মলোত।
জানা যায়, পা হারানোর মাত্র এক মাস আগেই রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছিলেন মলোতের মা। এ ঘটনাই তাঁর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। শেষ নিশ্বাস পর্যন্ত তাই তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছেন।
নকল পা নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মলোত লিখেছেন, ‘জীবনে আমি সুখী। আমি দুঃখ এবং শোক পরের জন্য রেখে দিয়েছি। এখন শুধুই বিজয়।’
প্রতিবেদনে বলা হয়, চোটের পর প্রথমে কিছুদিন ক্রাচে ভর দিয়ে হেঁটেছিলেন। পরে কৃত্রিম পা নিয়ে চলাফেরা রপ্ত করেন তিনি।
আসল নাম মাইকোলাই রুসেটস্কি হলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তিনি মলোত নামে পরিচিত। মলোত শব্দের অর্থ হাতুড়ি। যুদ্ধেক্ষেত্রে শক্ত মনোবলের জন্যই এই নামে ডাকা হয় তাঁকে।
সোমবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন মলোত। সে সময় পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বাঁ পা উড়ে যায় তাঁর। মারাত্মক আহত অবস্থায় পরে সেখান থেকে মলোতকে উদ্ধার করে নিয়ে আসেন সঙ্গী যোদ্ধারা।
এবার সবাইকে অবাক করে একটি নকল পা লাগিয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছেন মলোত। অন্যদের সঙ্গে সমান তালে সম্মুখ সমরে লড়াই করে যাচ্ছেন ইউক্রেনের দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে।
সম্প্রতি গণমাধ্যমে মলোতের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নকল পাসহ কর্দমাক্ত একটি ট্রেঞ্চে অস্ত্র হাতে বসে আছেন মলোত।
জানা যায়, পা হারানোর মাত্র এক মাস আগেই রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছিলেন মলোতের মা। এ ঘটনাই তাঁর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। শেষ নিশ্বাস পর্যন্ত তাই তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছেন।
নকল পা নিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মলোত লিখেছেন, ‘জীবনে আমি সুখী। আমি দুঃখ এবং শোক পরের জন্য রেখে দিয়েছি। এখন শুধুই বিজয়।’
প্রতিবেদনে বলা হয়, চোটের পর প্রথমে কিছুদিন ক্রাচে ভর দিয়ে হেঁটেছিলেন। পরে কৃত্রিম পা নিয়ে চলাফেরা রপ্ত করেন তিনি।
ইসলামিক স্টেট বা আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।
১৫ মিনিট আগেপাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২ ঘণ্টা আগে