রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে প্রকৃত অর্থে কোনো আলোচনা না থাকার সুযোগে আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছিল। সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের উদ্দেশে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের অন্যান্য পশ্চিমা মিত্র বিষয়টি প্রত্যাখ্যান করে। আর যুদ্ধবিরতি নিয়ে প্রকৃত কোনো আলোচনার অনুপস্থিতির সুযোগে ইউক্রেনের কাছ থেকে যত বেশি সম্ভব ভূখণ্ড দখল করতে চান পুতিন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। এরপর রাশিয়া ইউক্রেনের কাছ থেকে প্রায় ১৮ শতাংশ ভূখণ্ড দখল করে নেয়। সর্বশেষ, রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে খবর এসেছে।
এই অবস্থায় রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আরও বেশি বেশি ভূখণ্ড দখল করতে চায় উল্লেখ করে ওই তিন সূত্রের একজন বলেছেন, ‘রাশিয়া (ইউক্রেনের) আরও গভীরে ঢুকে যেতে চায়।’ সূত্রটি বলেছে, ‘পুতিন ধীরে ধীরে (ইউক্রেনের) অঞ্চলগুলো জয় করতে থাকবেন, যতক্ষণ না (ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির) জেলেনস্কি যুদ্ধ বন্ধের প্রস্তাবনা পাঠাচ্ছেন।’ ওই সূত্র আরও জানিয়েছে, কিছুদিন আগে, রুশ প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী হয়ে তাঁর সহযোগীদের কাছে মত প্রকাশ করেন যে, পশ্চিমারা ইউক্রেনে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করবে না, যা ইউক্রেনীয়দের মনোবল নষ্ট করে দেবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতারা বলেছেন, তাঁরা ইউক্রেনের পাশে থাকবেন। বিশেষ করে যতক্ষণ না ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত হচ্ছে। এদিকে, সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো জানিয়েছে, তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে।
এর আগে, পুতিনের যুদ্ধবিরতির আহ্বানের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল, ‘প্রতিদিন ইউক্রেনের শহর, বন্দর ও জনগণের ওপর নৃশংস হামলা চালিয়ে যাওয়ার পরিবর্তে ইউক্রেন থেকে বাহিনী প্রত্যাহার করে যেকোনো সময় যুদ্ধের অবসান ঘটাতে পারে রাশিয়া।’
অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের ব্যাপারে মনোবাঞ্ছা রাখলেও ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তাঁর নেই বলে জানিয়েছে রুশ পাঁচটি সূত্র। মূলত, এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট তাঁর পূর্ববর্তী ইচ্ছার ওপরই অটল রয়েছেন। অতীতে তিনি একাধিকবার জনসমক্ষে বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তাঁর দেশের নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর দুটি সূত্র জানিয়েছে, রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে না চাইলেও পশ্চিমা বিশ্বের সামরিক মনোভাবের পরিবর্তন নিয়ে বেশ উদ্বিগ্ন। বিশেষ করে, পারমাণবিক অস্ত্রের ম্যানুভার নিয়ে চিন্তিত রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাঁরা তাদের পারমাণবিক অস্ত্রের অবস্থানে কৌশলগত কোনো পরিবর্তন আনেনি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে প্রকৃত অর্থে কোনো আলোচনা না থাকার সুযোগে আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ফেব্রুয়ারিতে নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছিল। সম্প্রতি রয়টার্স প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের উদ্দেশে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের অন্যান্য পশ্চিমা মিত্র বিষয়টি প্রত্যাখ্যান করে। আর যুদ্ধবিরতি নিয়ে প্রকৃত কোনো আলোচনার অনুপস্থিতির সুযোগে ইউক্রেনের কাছ থেকে যত বেশি সম্ভব ভূখণ্ড দখল করতে চান পুতিন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। এরপর রাশিয়া ইউক্রেনের কাছ থেকে প্রায় ১৮ শতাংশ ভূখণ্ড দখল করে নেয়। সর্বশেষ, রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে খবর এসেছে।
এই অবস্থায় রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আরও বেশি বেশি ভূখণ্ড দখল করতে চায় উল্লেখ করে ওই তিন সূত্রের একজন বলেছেন, ‘রাশিয়া (ইউক্রেনের) আরও গভীরে ঢুকে যেতে চায়।’ সূত্রটি বলেছে, ‘পুতিন ধীরে ধীরে (ইউক্রেনের) অঞ্চলগুলো জয় করতে থাকবেন, যতক্ষণ না (ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির) জেলেনস্কি যুদ্ধ বন্ধের প্রস্তাবনা পাঠাচ্ছেন।’ ওই সূত্র আরও জানিয়েছে, কিছুদিন আগে, রুশ প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী হয়ে তাঁর সহযোগীদের কাছে মত প্রকাশ করেন যে, পশ্চিমারা ইউক্রেনে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করবে না, যা ইউক্রেনীয়দের মনোবল নষ্ট করে দেবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নেতারা বলেছেন, তাঁরা ইউক্রেনের পাশে থাকবেন। বিশেষ করে যতক্ষণ না ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত হচ্ছে। এদিকে, সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো জানিয়েছে, তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে।
এর আগে, পুতিনের যুদ্ধবিরতির আহ্বানের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল, ‘প্রতিদিন ইউক্রেনের শহর, বন্দর ও জনগণের ওপর নৃশংস হামলা চালিয়ে যাওয়ার পরিবর্তে ইউক্রেন থেকে বাহিনী প্রত্যাহার করে যেকোনো সময় যুদ্ধের অবসান ঘটাতে পারে রাশিয়া।’
অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের ব্যাপারে মনোবাঞ্ছা রাখলেও ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তাঁর নেই বলে জানিয়েছে রুশ পাঁচটি সূত্র। মূলত, এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট তাঁর পূর্ববর্তী ইচ্ছার ওপরই অটল রয়েছেন। অতীতে তিনি একাধিকবার জনসমক্ষে বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা চালানোর ইচ্ছা তাঁর দেশের নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর দুটি সূত্র জানিয়েছে, রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে না চাইলেও পশ্চিমা বিশ্বের সামরিক মনোভাবের পরিবর্তন নিয়ে বেশ উদ্বিগ্ন। বিশেষ করে, পারমাণবিক অস্ত্রের ম্যানুভার নিয়ে চিন্তিত রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাঁরা তাদের পারমাণবিক অস্ত্রের অবস্থানে কৌশলগত কোনো পরিবর্তন আনেনি।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে চাপ দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যে আসন্ন রাষ্ট্রীয় সফরের সময় এই বিষয়টি নিয়ে সরাসরি স্যার কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট ইমানুয়েল
২১ মিনিট আগেমধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ পরিবেশনায় পক্ষপাতের অভিযোগে বিবিসির বোর্ড সদস্য রবি গিবকে অপসারণের দাবি উঠেছে। তাঁর অপসারণ চেয়ে বিবিসি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন ৪০০-এর বেশি তারকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
১ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের প্রথম বছরে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য আশঙ্কাজনক হারে বেড়েছে। দিল্লিভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের (এপিসিআর) নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগেমালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে। গেরাকান মিলিটান র্যাদিকাল বাংলাদেশ (জিএমআরবি) নামক উগ্রবাদী সংগঠনের ওই চক্রটি মালয়েশিয়ায় বাংলাদেশিদের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছিল। পুলিশ কর্মকর্তারা বলছেন, আপাতত একটা চক্র ভেঙে দেওয়া গেলেও এমন আরও চক্রের বিষয়ে সতর্ক
২ ঘণ্টা আগে