দেশে পুলিশের কঠোর বিধিনিষেধের মধ্যেও থার্টি ফার্স্ট উদ্যাপন শুরুর কিছু সময়ের মধ্যে ঘটে যায় অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা। মাত্র ২০ মিনিটের মধ্যে সারা দেশ থেকে প্রায় ২০০টি অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিস ও ৯৯৯-এর কন্ট্রোল রুমে। এগুলোর মধ্যে রাজধানীতে ১০টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। রাত ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইউনিট এসব আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, এসব অগ্নিকাণ্ডের বেশির ভাগই ঘটেছে ফানুসের কারণে। আতশবাজির কারণেও ঘটেছে কয়েকটি অগ্নিকাণ্ড।
খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করতে গিয়ে ইউরোপেও আতশবাজির কারণে বেশ কিছু জায়গায় দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যদিও এই অঞ্চলে ব্যক্তিগতভাবে আতশবাজি ফোটানো আপাতত নিষিদ্ধ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে নেদারল্যান্ডসে ১২ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ডাচ পুলিশ।
এদিকে নববর্ষের সন্ধ্যায় জার্মানিতে আতশবাজির সময় ৩৭ বছর বয়সী এক লোকের প্রাণহানি ঘটেছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজিতে দেশজুড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
অপরদিকে নেদারল্যান্ডসে কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। বেশির ভাগই পা ও হাতে আঘাত পেয়েছেন।
যেখানে জার্মানি ও নেদারল্যান্ডস উভয় দেশই কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে আতশবাজি বিক্রি নিষিদ্ধ করেছে। নেদারল্যান্ডসের কর্মকর্তা এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আতশবাজির শব্দের কারণে হাসপাতালে মুমূর্ষু রোগীদের কষ্ট বাড়বে।
নিষেধাজ্ঞার পরও উৎসাহীরা বসে থাকেনি। অনেকে সীমান্ত পেরিয়ে আতশবাজি সংগ্রহ করেছে। আবার কেউ কেউ ঘরে বানিয়েছে।
অস্ট্রিয়াতেও বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে অবিস্ফোরিত একটি বাজি ধরতে গিয়ে অকস্মাৎ বিস্ফোরণে ২৩ বছরের এক তরুণ প্রাণ হারিয়েছেন।
দেশে পুলিশের কঠোর বিধিনিষেধের মধ্যেও থার্টি ফার্স্ট উদ্যাপন শুরুর কিছু সময়ের মধ্যে ঘটে যায় অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা। মাত্র ২০ মিনিটের মধ্যে সারা দেশ থেকে প্রায় ২০০টি অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিস ও ৯৯৯-এর কন্ট্রোল রুমে। এগুলোর মধ্যে রাজধানীতে ১০টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। রাত ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইউনিট এসব আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, এসব অগ্নিকাণ্ডের বেশির ভাগই ঘটেছে ফানুসের কারণে। আতশবাজির কারণেও ঘটেছে কয়েকটি অগ্নিকাণ্ড।
খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করতে গিয়ে ইউরোপেও আতশবাজির কারণে বেশ কিছু জায়গায় দুর্ঘটনা ঘটেছে। তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। যদিও এই অঞ্চলে ব্যক্তিগতভাবে আতশবাজি ফোটানো আপাতত নিষিদ্ধ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে তৈরি আতশবাজি ফোটাতে গিয়ে নেদারল্যান্ডসে ১২ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ডাচ পুলিশ।
এদিকে নববর্ষের সন্ধ্যায় জার্মানিতে আতশবাজির সময় ৩৭ বছর বয়সী এক লোকের প্রাণহানি ঘটেছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজিতে দেশজুড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
অপরদিকে নেদারল্যান্ডসে কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। বেশির ভাগই পা ও হাতে আঘাত পেয়েছেন।
যেখানে জার্মানি ও নেদারল্যান্ডস উভয় দেশই কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে আতশবাজি বিক্রি নিষিদ্ধ করেছে। নেদারল্যান্ডসের কর্মকর্তা এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আতশবাজির শব্দের কারণে হাসপাতালে মুমূর্ষু রোগীদের কষ্ট বাড়বে।
নিষেধাজ্ঞার পরও উৎসাহীরা বসে থাকেনি। অনেকে সীমান্ত পেরিয়ে আতশবাজি সংগ্রহ করেছে। আবার কেউ কেউ ঘরে বানিয়েছে।
অস্ট্রিয়াতেও বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে অবিস্ফোরিত একটি বাজি ধরতে গিয়ে অকস্মাৎ বিস্ফোরণে ২৩ বছরের এক তরুণ প্রাণ হারিয়েছেন।
বাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৫ ঘণ্টা আগেপাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানান
৬ ঘণ্টা আগে