Ajker Patrika

৫০ বছর পর রিলিজ হচ্ছে বিটলসের শেষ গান

৫০ বছর পর রিলিজ হচ্ছে বিটলসের শেষ গান

৫০ বছরেরও বেশি সময় আগে ভেঙে গিয়েছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘বিটলস’। কিন্তু দল না থাকলেও দলের সর্বশেষ গানটি রিলিজ হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। 

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার। 

গত বসন্তেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই গানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পল। জানিয়েছিলেন—তাঁরা এআই-এর সহযোগিতায় অনেক পুরোনো একটি ক্যাসেট থেকে লেননের সুরটিকে ধারণ করেছিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যের সময় অনুযায়ী দুপুর ২টার দিকে গানটির প্রিমিয়ার হবে। আর ১০ নভেম্বর থেকে বিটলসের রেড ও ব্লু অ্যালবামের নতুন রিমাস্টার করা গানগুলোর সংস্করণেও ‘নাও অ্যান্ড দেন’ গানটি প্রদর্শিত হবে। 

গানটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বেঁচে থাকা দুই বিটল পল ও রিঙ্গোস্টার জানিয়েছেন, গানটি সম্পূর্ণ করা তাঁদের জন্য পরাবাস্তব এক অভিজ্ঞতা ছিল। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর তাঁদের তাড়া করেছে। বিষয়টিকে বেশ ‘আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পল ম্যাককার্টনি। 

গানটির মধ্যে লেননের কণ্ঠ সহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে। তাই এই গানকে বিটলসের একটি ‘সত্যিকারের রেকর্ডিং’ আখ্যা দিয়ে পল বলেন, ‘২০২৩ সালেও বিটলসের সংগীত কাজ করছে এবং একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে—যা মানুষ আগে কখনো শোনেনি। আমি মনে করি, বিষয়টি উত্তেজনাপূর্ণ।’ 

রিঙ্গোস্টারও জানিয়েছেন, সময়ের ব্যবধানে বহু দূরে রেখে আসা লেননকে আবারও এত কাছাকাছি নিয়ে আসার বিষয়টি দারুণ আবেগপূর্ণ ছিল। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘নাও অ্যান্ড দেন’ গানটি জন লেনন লিখেছিলেন। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আততায়ীর গুলিতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত