জ্বালানি ব্যবসার ক্ষেত্রে রাশিয়ার মুদ্রা রুবলে লেনদেন করার জন্য দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। শুক্রবার রাশিয়ার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় দেশগুলো জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে রুবলে লেনদেন করতে অস্বীকার করলে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গ্যাজপ্রমকে রুবলে লেনদেন করার জন্য প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে, বলা ভালো, এই সপ্তাহে বাকি থাকা চার দিনের মধ্যে গ্যাজপ্রমকে একটি সিস্টেম তৈরি করতে হবে।’
পেসকভ আরও বলেন, পুতিনের আদেশ দেশটির বেসরকারি খাতে গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান নোভাটেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এর আগে গত বুধবার পুতিন বলেছেন, রাশিয়া যেসব দেশকে ‘বন্ধু’ বলে মনে করে না, তাদের কাছ থেকে গ্যাস বিক্রির ক্ষেত্রে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। তবে ইউরোপের রুশ গ্যাসের অন্যতম বড় বাজার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস গত বৃহস্পতিবার পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে শুক্রবার বার্লিনে একটি সংবাদ সম্মেলনের সময় জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘পুতিনের এমন দাবি একধরনের ব্ল্যাকমেইল। পুতিনের নির্দেশ জার্মানির গ্যাজপ্রমের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন।’
এ সময় হ্যাবেক জার্মানি কীভাবে রাশিয়ার ওপর থেকে তাদের জ্বালানিনির্ভরতা কমিয়ে ফেলছে তার একটি রূপরেখা দেন। হ্যাবেক বলেন, ‘জার্মানি অতিদ্রুত রুশ জ্বালানি থেকে নিজেদের নির্ভরতা কাটিয়ে উঠছে।’
এদিকে, ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের মধ্যেই ইউরোপে কমপক্ষে ১৫ বিলিয়ন ঘনমিটার তরল গ্যাস সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
জ্বালানি ব্যবসার ক্ষেত্রে রাশিয়ার মুদ্রা রুবলে লেনদেন করার জন্য দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। শুক্রবার রাশিয়ার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় দেশগুলো জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে রুবলে লেনদেন করতে অস্বীকার করলে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গ্যাজপ্রমকে রুবলে লেনদেন করার জন্য প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে, বলা ভালো, এই সপ্তাহে বাকি থাকা চার দিনের মধ্যে গ্যাজপ্রমকে একটি সিস্টেম তৈরি করতে হবে।’
পেসকভ আরও বলেন, পুতিনের আদেশ দেশটির বেসরকারি খাতে গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান নোভাটেকের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এর আগে গত বুধবার পুতিন বলেছেন, রাশিয়া যেসব দেশকে ‘বন্ধু’ বলে মনে করে না, তাদের কাছ থেকে গ্যাস বিক্রির ক্ষেত্রে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। তবে ইউরোপের রুশ গ্যাসের অন্যতম বড় বাজার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস গত বৃহস্পতিবার পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে শুক্রবার বার্লিনে একটি সংবাদ সম্মেলনের সময় জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘পুতিনের এমন দাবি একধরনের ব্ল্যাকমেইল। পুতিনের নির্দেশ জার্মানির গ্যাজপ্রমের সঙ্গে করা চুক্তির লঙ্ঘন।’
এ সময় হ্যাবেক জার্মানি কীভাবে রাশিয়ার ওপর থেকে তাদের জ্বালানিনির্ভরতা কমিয়ে ফেলছে তার একটি রূপরেখা দেন। হ্যাবেক বলেন, ‘জার্মানি অতিদ্রুত রুশ জ্বালানি থেকে নিজেদের নির্ভরতা কাটিয়ে উঠছে।’
এদিকে, ইউরোপ সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালের মধ্যেই ইউরোপে কমপক্ষে ১৫ বিলিয়ন ঘনমিটার তরল গ্যাস সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করেছেন।
আহত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু বাংলায় কথা বলার কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।
২২ মিনিট আগেইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
১ ঘণ্টা আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
১ ঘণ্টা আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
২ ঘণ্টা আগে