বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিক ও গুপ্তচরদের আক্রান্ত করা রহস্যময় ‘হাভানা সিনড্রোম’ রোগের পেছনে রুশ সামরিক গোয়েন্দাদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে এক প্রতিবেদনে বলেছে অনুসন্ধানী গ্রুপ ইনসাইডার। তাদের প্রতিবেদনকে আজ সোমবার খারিজ করে দিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
লাটভিয়ার রিগাভিত্তিক রাশিয়াকেন্দ্রিক অনুসন্ধানী মিডিয়া গ্রুপ ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, মার্কিন কর্মকর্তারা যে স্থানে এই রহস্যময় রোগে আক্রান্ত হয়েছিল, সেখানেই মোতায়েন করা হয় ‘২৯১৫৫’ নামে পরিচিত রুশ সামরিক গোয়েন্দা (জিআরইউ) ইউনিটের সদস্যদের।
অনুসন্ধানমূলক অনুষ্ঠান সিক্সটি মিনিটস এবং জার্মানির ডার স্পিগেলের সহযোগিতায় ইনসাইডারের করা বছরব্যাপী তদন্ত শেষে দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, নন-লিথাল অ্যাকুস্টিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকায় ইউনিট ২৯১৫৫-এর ঊর্ধ্বতন সদস্যরা পুরস্কার ও পদোন্নতি পেয়েছেন।
প্রতিবেদনটি সম্পর্কে মতামত জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি মোটেও নতুন কোনো বিষয় নয়। বহু বছর ধরেই তথাকথিত হাভানা সিনড্রোমের বিষয়টি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে এবং প্রথম থেকেই এর সঙ্গে রাশিয়াকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ কোথাও এই ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। সুতরাং, এগুলো গণমাধ্যমের ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়।’
গত বছর প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রথম রোগটি সম্পর্কে আক্রান্ত হন। বিদেশি কোনো প্রতিপক্ষকে এই রোগ ছড়ানোর পেছনে দায়ী করা হয়নি তখন। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—মাইগ্রেন, বমি বমি ভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মাথা ঘোরা।
ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, হাভানা সিনড্রোম উপসর্গের প্রথম ঘটনা ২০১৬ সালের আগে ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে অবস্থানরত একজন মার্কিন কর্মচারীর ওপর সম্ভাব্য হামলা চালান হয়েছিল। তখন কোনো একটি রশ্মির আঘাতে জ্ঞান হারান সেই মার্কিন কর্মচারী।
মার্কিন কংগ্রেস ২০২১ সালে হাভানা আইন পাস করেছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থাগুলোর কোনো কর্মী হাভানা সিনড্রোমে আক্রান্ত হলে সেই কর্মী ও তাঁর পরিবারকে অর্থ প্রদান করা হবে।
বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিক ও গুপ্তচরদের আক্রান্ত করা রহস্যময় ‘হাভানা সিনড্রোম’ রোগের পেছনে রুশ সামরিক গোয়েন্দাদের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে এক প্রতিবেদনে বলেছে অনুসন্ধানী গ্রুপ ইনসাইডার। তাদের প্রতিবেদনকে আজ সোমবার খারিজ করে দিয়েছে ক্রেমলিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
লাটভিয়ার রিগাভিত্তিক রাশিয়াকেন্দ্রিক অনুসন্ধানী মিডিয়া গ্রুপ ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, মার্কিন কর্মকর্তারা যে স্থানে এই রহস্যময় রোগে আক্রান্ত হয়েছিল, সেখানেই মোতায়েন করা হয় ‘২৯১৫৫’ নামে পরিচিত রুশ সামরিক গোয়েন্দা (জিআরইউ) ইউনিটের সদস্যদের।
অনুসন্ধানমূলক অনুষ্ঠান সিক্সটি মিনিটস এবং জার্মানির ডার স্পিগেলের সহযোগিতায় ইনসাইডারের করা বছরব্যাপী তদন্ত শেষে দেওয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, নন-লিথাল অ্যাকুস্টিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকায় ইউনিট ২৯১৫৫-এর ঊর্ধ্বতন সদস্যরা পুরস্কার ও পদোন্নতি পেয়েছেন।
প্রতিবেদনটি সম্পর্কে মতামত জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এটি মোটেও নতুন কোনো বিষয় নয়। বহু বছর ধরেই তথাকথিত হাভানা সিনড্রোমের বিষয়টি সংবাদমাধ্যমে অতিরঞ্জিত করা হয়েছে এবং প্রথম থেকেই এর সঙ্গে রাশিয়াকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু কেউ কোথাও এই ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। সুতরাং, এগুলো গণমাধ্যমের ভিত্তিহীন অভিযোগ ছাড়া আর কিছুই নয়।’
গত বছর প্রকাশিত একটি মার্কিন গোয়েন্দা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রথম রোগটি সম্পর্কে আক্রান্ত হন। বিদেশি কোনো প্রতিপক্ষকে এই রোগ ছড়ানোর পেছনে দায়ী করা হয়নি তখন। এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—মাইগ্রেন, বমি বমি ভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মাথা ঘোরা।
ইনসাইডার তাদের প্রতিবেদনে বলেছে, হাভানা সিনড্রোম উপসর্গের প্রথম ঘটনা ২০১৬ সালের আগে ঘটে থাকতে পারে। এতে আরও বলা হয়, প্রায় দুই বছর আগে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে অবস্থানরত একজন মার্কিন কর্মচারীর ওপর সম্ভাব্য হামলা চালান হয়েছিল। তখন কোনো একটি রশ্মির আঘাতে জ্ঞান হারান সেই মার্কিন কর্মচারী।
মার্কিন কংগ্রেস ২০২১ সালে হাভানা আইন পাস করেছে। সেখানে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে স্টেট ডিপার্টমেন্ট, সিআইএ এবং অন্যান্য মার্কিন সরকারি সংস্থাগুলোর কোনো কর্মী হাভানা সিনড্রোমে আক্রান্ত হলে সেই কর্মী ও তাঁর পরিবারকে অর্থ প্রদান করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে